আন্তর্জাতিক ক্রিকেট

PAK vs ENG: পিছিয়ে পড়েও সিরিজ জয় পাকিস্তানের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছিল পাকিস্তান। সেই দলে ছিলেন দলের তারকা ক্রিকেটার বাবর আজম, শাহিন শাহ এবং নাসিম শাহরা। তারপর দল থেকে বাদ দেওয়া হয় তাদেরকে। কিন্তু তাদের বাদ দেওয়ার পর, লাগাতর দুটি টেস্টে জয় পেল পাকিস্তান। অবশেষে সিরিজের তৃতীয় টেস্টে, ৯ উইকেটে ইংল্যান্ডকে পরাজিত করে সিরিজ নিজেদের ঘরে তুলে নিল তাঁরা।

রাওয়ালপিন্ডি টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাট করে, জেমি স্মিথের ৮৯ রান ও বেন ডাকেটের ৫২ রানের জেরে ২৬৭ রান তোলে ইংল্যান্ড। সাজিদ খানের স্পিনের ঘূর্ণিতে দাঁড়াতে পারেননি ইংলিশ ব্যাটাররা। এর আগের টেস্টেও ইংল্যান্ডকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই সাজিদ। পাশাপাশি এই টেস্টে ব্যাট হাতেও সফল হয়েছেন তিনি। সউদ শাকিল ও সাজিদ খানের জুটির উপর ভর করেই পাকিস্তানের ইনিংস থামে ৩৪৪ রানে। ১৩৪ রান করে ম্যাচের সেরা হন শাকিল। ৪৮ রানে অপরাজিত থাকেন সাজিদ। এছাড়াও নোমান আলি করেন ৪৫ রান।

আগের ম্যাচে যেই দুজনে মিলে তুলে নিয়েছিলেন ২০টি উইকেট, সেই নোমান আলি ও সাজিদ খানের জুটি এদিন তুলে নিল ১০টি উইকেট। নোমান নিলেন ৬টি এবং সাজিদ পেলেন ৪টি উইকেট। মাত্র ১১২ রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। পাকিস্তানের জন্য লক্ষ্য ছিল মাত্র ৩৬ রানের। অবশেষে ১ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় পাকিস্তান, যার ফলে তৃতীয় দিনেই জয় পেল তাঁরা। অপরদিকে ২-১ ব্যবধানে জিতে, ৯ বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল শান মাসুদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version