ক্রিকেট
ভারত-পাক মহারণে ফুটছে নিউইয়র্ক
সৌরভ রায়; নিউইয়র্ক, ৮ জুন – রাত পোহালেই আমেরিকার মাটিতে মহারণ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। এই ম্যাচটির দিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সমস্যা আইসিসি আমেরিকায় যে ক্রিকেটের প্রসার ঘটাতে চাইছে, তার জন্য এই ম্যাচটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ম্যাচের আগে তাই টিকিটের হাহাকারও চরমে। সঙ্গে রয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। প্রতিযোগিতা শুরুর আগে এই ম্যাচে জঙ্গি হামলারও হুমকি এসেছিল। সেই কারণে সামান্যতম ঢিলেমিও দিচ্ছে না মার্কিন প্রশাসন।
ভারত ইতিমধ্যেই গ্রুপ পর্বে তাঁদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অনেকটাই ভালো জায়গায় রয়েছে। অন্যদিকে ধারে এবং ভারে অনেকটাই এগিয়ে থাকা পাকিস্তান অপ্রত্যাশিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুপার ওভারে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। রবিবার ভারত জিতলে, সুপার এইটের ছাড়পত্র প্রায় হাতে চলে আসবে, রোহিত শর্মা ব্রিগেডের। অন্যদিকে পাকিস্তান নামবে তাঁদের অস্তিত্ব রক্ষার জন্য। প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে থাকতে গেলে, এই ম্যাচটা জিততেই হবে বাবর আজমদের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করলেও, কাঁধে চোট পেয়ে উঠে যেতে বাধ্য হয়েছিলেন রোহিত। শুক্রবার অনুশীলনেও তাঁর গ্লাভসে সজোরে একটি বল লেগে ফের চোট পান হিটম্যান। তবে তিনি সম্পূর্ণ সুস্থ, এবং রবিবার বিরাট কোহলির সঙ্গেই ওপেন করতে নামবেন। তিন নম্বরে আসবেন উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। চারে আসবেন মিস্টার ৩৬০ সূর্যকুমার যাদব।
শনিবার ঐচ্ছিক অনুশীলনে শেষ ম্যাচের প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র উপস্থিত ছিলেন শিবম দুবে। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর দীর্ঘক্ষণ দুবের সঙ্গে কথা বললেন। সম্ভবত আগামীকাল পাকিস্তান ম্যাচে শিবম দুবেকে প্রথম একাদশে দেখা যেতে পারে। গতকাল অনুশীলনে অনেকটা সময় বোলিং করেছিলেন। ম্যানেজমেন্ট চাইছে যত বেশি সম্ভব অলরাউন্ডার দলে রাখতে। তাই শিবম দুবে নজরে রয়েছে। ছয়ে নামবেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সাত ও আটে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে খেলাতে পারে ভারত। স্পিন বিভাগের ভার থাকবে তাঁদের কাঁধে। এছাড়া থাকবেন পেস ত্রয়ী জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং অর্শদ্বীপ সিং।