ক্রিকেট

বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি দল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস-এর আত্মপ্রকাশ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বাংলার ক্রিকেটের তৃনমূলস্তরে কাজ করার লক্ষ্যে সার্ভোটেক পাওয়ার সিস্টেমস এর দল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস আসন্ন বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে আত্মপ্রকাশ করছে। ১১জুন থেকে ইডেনে এই দল বেঙ্গল টি টোয়েন্টি প্রো লিগে অংশ নিতে চলেছে।
জুন মাসে অনুষ্ঠিত হতে চলা বহু প্রতীক্ষিত বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে যে আটটি দল অংশগ্রহন করছে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস তাদের মধ্যে অন্যতম। সার্ভোটেক পাওয়ার সিস্টেমস সরকারী ভাবে শিলিগুড়ি স্ট্রাইকারস এর মালিক হিসেবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল পরিচালিত বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের মঞ্চে সামনে এসেছে।


সার্ভোটেক পাওয়ার সিস্টেমস এর দল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস দার্জিলিং,জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের প্রতিনিধিত্ব করবে।
বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের একটি জাকজমকপূর্ন অনুষ্ঠানে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীস গাঙ্গুলী, কিংবদন্তী ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী,কিংবদন্তী ঝুলন গোস্বামীর হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন হয়েছে


ট্রফি উদ্বোধন অনুষ্ঠানে সার্ভোটেক পাওয়ার সিস্টেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রী রামন ভাটিয়া,ডাইরেক্টর শ্রীমতী সারিকা ভাটিয়া,মার্কেটিং হেড শ্রী ঋষভ ভাটিয়া সংবর্ধিত করেছেন সৌরভ গাঙ্গুলী,ঝুলন গোস্বামী এবং স্নেহাশিস গাঙ্গুলীকে।


“সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস শুধুমাত্র একটি ক্রিকেট দল হিসেবে আমরা কল্পনা করি না। ক্রিকেটীয় প্রতিভার উন্মেষনের অনুঘটক হিসেবে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস কে দেখছি। বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে ম্যাচ জয়ের মধ্যে আমাদের যাত্রা থেমে থাকবে না। নতুন ক্রিকেটীয় প্রতিভার অন্বেষণ এবং তাদের মধ্যে স্পোর্টসম্যানশিপ গড়ে তোলা আমাদের লক্ষ্য,” বলেছেন ঋষভ ভাটিয়া,মার্কেটিং হেড,সার্ভোটেক পাওয়ার সিস্টেমস লিমিটেড।


“বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ বাংলার ক্রিকেটের বড় মঞ্চ হিসেবে প্রকাশিত হতে চলেছে। আমি নিশ্চিত সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস অংশগ্রহনকারী বাকি দলগুলোর মতই প্রতিদ্বন্দী দল হিসেবে নিজেদের মেলে ধরবে। এবং ক্রিকেটীয় ঐতিহ্য বহন করবে,” বলেছেন স্নেহাশীস গাঙ্গুলী,প্রেসিডেন্ট,ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।


আইপিএল এর অনুকরনে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের পথ চলা। যেখানে পুরুষ এবং মহিলাদের আটটি করে ফ্র্যাঞ্চাইজি দল অংশ নিচ্ছে। ১১জুন থেকে শুরু হতে চলা আঠারো দিনের এই টুর্নামেন্ট ক্রিকেটীয় অ্যাকশন এবং মনোরঞ্জন নিয়ে আসার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version