ক্রিকেট

ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী, আপ্লুত ভারতীয় ক্রিকেটাররা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ফাইনালে পৌঁছেও স্বপ্ন অধরা। ট্রফি জেতা থেকে এবারও বিরত থাকতে হল রোহিত শর্মাদের। রবিবার আইসিসি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল ভারত। কিন্তু তারপরেও গোটা দেশবাসীর সমর্থন রইল দলের সাথেই।

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিং করতে নেমে ২৪০ রানের ইনিংস খেলে ভারত। রান কম হওয়ার কারণে প্রথম থেকেই চিন্তায় পড়ে গেছিলেন ভারতীয় ক্রিকেট অনুগামীরা। কিন্তু শুরুতেই শামি এবং বুমরার দুর্দান্ত পারফরমেন্সে ৪৭ রানের তিন উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। স্বভাবতই আশা দেখতে শুরু করে গোটা দেশ। কিন্তু শেষ রক্ষা হল না। ট্রাভিস হেডের ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস এবং লাবুসানের ৫৭ রান অস্ট্রেলিয়াকে সহজেই পৌঁছে দেয় জয়ের দোরগোড়ায়। ভেজা চোখে মাঠ ছাড়লেন রোহিত শর্মারা। কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল অন্য এক চমক। ড্রেসিং রুমে এসে উপস্থিত হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দলকে উৎসাহিত করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়ে ট্যুইট করেন রবীন্দ্র জাদেজা। তিনি লেখেন, “গোটা প্রতিযোগিতা আমরা দারুণ খেলেছি কিন্তু গতকাল খামতি ছিল। আমাদের সবারই মন ভেঙে গেছে, কিন্তু নিজেদের লোকেদের সমর্থনে আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে।

গতকাল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সাক্ষাৎ এবং আমাদের উৎসাহিত করা খুবই বিশেষ অনুভূতি ছিল।” এর পাশাপাশি মহম্মদ শামি লিখেছেন, “দুর্ভাগ্যবশত গতকাল আমাদের দিন ছিল না। আমি প্রতিটি দেশবাসীকে ধন্যবাদ জানাই গোটা দল এবং আমাকে সবসময় সমর্থন করার জন্য। বিশেষ ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের ড্রেসিংরুমে এসে উৎসাহিত করার জন্য। আমি নিশ্চিত আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব আগামী দিনে।” ভারতীয় দলের একাধিক ক্রিকেটাররা যদিও নিজেদের ব্যর্থতাকে মেনে নিতে পারছেন না এখনও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন যে এখনো বিশ্বাস করতে পারছেন না গতকালের পরাজয়। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখনই ছাড়ছেন না কেউ। আগামী দিনে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিজ্ঞা আরও দৃঢ় হচ্ছে রোহিত শর্মাদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version