ক্রিকেট

গাড়ি দুর্ঘটনার কবলে মুশির খান। খেলতে পারবেন না রঞ্জি ট্রফি এবং ইরানি কাপ।

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় ক্রিকেটার মুশির খান। ফের ঋষভ পন্থের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ভারতীয় ক্রিকেটে। আজমগড় থেকে লখনউ ইরানি ট্রফি খেলতে যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে ১৯ বছরের প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে। দুর্ঘটনার সময় গাড়িতে তার বাবা নওশাদ খানও ছিলেন তারই সঙ্গে। মুশির ভারতীয় ক্রিকেটের আরেক প্রতিভাবান খেলোয়াড় সরফরাজ খানের ভাই। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পড়ে শোনা যাচ্ছে তিনি কাঁধে গুরুতর চোট পেয়েছেন। যা শোনা যাচ্ছে তাতে ১৬ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।

সোনা যাচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে থাকা ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়িটি। তার ফলে সঙ্গে সঙ্গে উলটে যায় গাড়ি। মুশিরের কাঁধে গুরুতর চোট লেগেছে বলেই খবর পাওয়া গেছে। এমনকি হাড়ও ভেঙেছে। তবে হাসপাতাল থেকে জানান হয়েছে, মুশিরের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে এবং তিনি বিপদমুক্ত।

মুম্বইয়ের হয়ে গত মরশুম রঞ্জি ট্রফির নকআউট ম্যাচে দুরন্ত খেলেছিলেন মুশির। বড়দার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তিনি করেন ২০৩ রান। এবং ফাইনালে, বিদর্ভের বিরুদ্ধে করেন ১৩৬ রান। দলীপ ট্রফিতে ১৮১ রানের ইনিংস খেলে শচীন তেণ্ডুলকরের রেকর্ডও ভেঙেছিলেন মুশির। এর পাশাপাশি, তার দুরন্ত খেলার দরুন ভারত এ দলের অস্ট্রেলিয়া সফরেও অন্যতম পছন্দ ছিলেন তিনি। তবে তার চোটের জন্য এখনও কিছুই বলা যাচ্ছেনা। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তার চোটের ব্যাপারে জানানো হয়েছে যে, বিসিসিআই ও এমসিএ-র চিকিৎসকেরা মুশিরের বিষয়ে নজর রাখছেন যাতে তিনি সবচেয়ে ভালো চিকিৎসা পান এবং দ্রত সুস্থ হয়ে ওঠেন। আরেকটু সুস্থ হলে তাকে মুম্বাই নিয়ে আশা হবে এবং পরবর্তী চিকিৎসা সেখানেই হবে। তার পরই তাঁর সুস্থতার বিষয়ে জানান হবে।” যদিও তার পরিবর্তে অন্য খেলোয়াড়ের খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন মুম্বাই ক্রিকেট সিলেক্টররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version