ক্রিকেট

১৫তম ইরানি কাপ জয় মুম্বাইয়ের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রঞ্জি ট্রফির পর এবারে রেস্ট অফ ইন্ডিয়াকে হারিয়ে ইরানি কাপও নিজেদের দখলেই রাখল অজিঙ্ক রাহানের দল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে শতরান করলেন মুম্বইয়ের ক্রিকেটার তনুষ কোতিয়ান। এর পাশাপাশিই ম্যাচে দ্বিশতরান করেন সরফরাজ খান।

প্রথম ইনিংসে মুম্বই ব্যাট করে তুলেছিল ৫৩৭ রান। দ্বিশতরানের তাবড় ইনিংস খেলেন সরফরাজ খান। শতরান একটুর জন্য হাতছাড়া হয় অধিনায়ক আজিঙ্কা রাহানের। তার সঙ্গে অর্ধশতরানের ইনিংস খেলেন অভিজ্ঞ শ্রেয়স আইয়ার এবং তনুশ কোতিয়ানও। এরপর ব্যাট করতে নামে রেস্ট অফ ইন্ডিয়া দল। সেখানে অভিমন্যু ঈশ্বরণ করেন ১৯১ রান। তারপর ৪১৬ রানেই অলআউট হয়ে যায় তাঁরা। যার ফলে প্রথম ইনিংসে ১২১ রানে এগিয়ে থাকে মুম্বাই।

সেই লিড সঙ্গে নিয়েই মুম্বাই তোলে ৮ উইকেটে ৩২৯ রান। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন মুম্বইয়ের মোহিত অবস্থা। ব্যাট হাতে ৭৪ রান করেন ওপেনার পৃথ্বী শ। যার ফলে এই ম্যাচে জেতার কোনরকম সম্ভাবনা ছিলনা রেস্ট অফ ইন্ডিয়া দলের কাছে। অবশেষে ফাইনালে রুতুরাজ গায়েকওয়াডের দলকে হারিয়ে, ইরানি কাপের ট্রফি জিতল আজিঙ্কা রাহানের মুম্বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version