ক্রিকেট

RANJI TROPHY 2024: মধ্যপ্রদেশের বিরুদ্ধেই প্রত্যাবর্তন মহম্মদ শামির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গতবছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের পর, ভারতের জার্সিতে বল করতে দেখা যায়নি মহম্মদ শামিকে। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়াও চোটের কারণে ছিটকে গিয়েছেন বর্ডার-গাভাস্কার ট্রফি থেকেও। তবে অবশেষে প্রায় একবছর বাদে বাংলার জার্সি গায়ে চাপিয়ে মাঠে ফিরতে চলেছেন মহম্মদ শামি।

খবর ছিল যে আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে মাঠে প্রত্যাবর্তন ঘটবে মহম্মদ শামির। তবে বেশি অপেক্ষা করতে হবেনা ক্রিকেটপ্রেমীদের। সিএবি থেকে জানান হয়েছে যে, “বুধবার রঞ্জির এলিট সি গ্রুপে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটতে চলেছে মহম্মদ শামির”। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ছাড়পত্র পাওয়ার পর মঙ্গলবার রাতেই ইন্দোর পৌঁছে যাবেন তিনি।

অপরদিকে শামির দলে ফেরাতে সুবিধে পাবে বাংলা দলও। ইতিমধ্যেই চোটের কবলে বাংলার দুই পেসার ঈশান পোড়েল এবং কর্ণাটক ম্যাচে অভিষেক হওয়া ঋষভ বিবেক। ফলে তাদেরকে পরবর্তী ম্যাচে পাওয়া যাবে কিনা সেই বিষয়েও ধোঁয়াশা রয়েছে। সেখানে দলে শামির প্রত্যাবর্তনে সুবিধে হবে বাংলা দলের তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version