আন্তর্জাতিক ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরের জন্য নিজেকে তৈরি করছেন মহম্মদ শামি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দেশের ক্রিকেটমহলে ঘুরেফিরে একটাই প্রশ্ন বারবার আসছে। আর সেই প্রশ্নটা হল, মহম্মদ শামি পুরোপুরি চোটমুক্ত কিনা। বেঙ্গালুরু টেস্টের পর, নেটে পুরো রানআপে বোলিং করেছেন তিনি। যদিও তিনি নিজেই জানিয়েছেন, কোনও ব্যথা নেই তাঁর। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে বর্ডার-গাভাস্কার ট্রফিতে মহম্মদ শামির দলে ফেরার সম্ভাবনা। যদিও তার আগে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে চান তিনি।

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে সুস্থ হয়ে ওঠার পূর্ণ প্রক্রিয়া চালাচ্ছেন শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে, বল হাতে মাঠে দেখা যায়নি তাঁকে। দিন কয়েক আগে চিন্নাস্বামীতে তাঁকে দেখা গেলেও, তারপর রবিবার শামিকে দেখা যায় পুরো রানআপে বল করতে। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল অবশ্য নিজের নজর রেখেছেন তাঁর উপর। আসন্ন নভেম্বর মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। যদিও সেখানে খেলতে হলে আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে শামিকে। সেই বিষয়ে তারকা পেসার জানিয়েছেন, “আমি পুরো ফিট আর অস্ট্রেলিয়া সফরের আগে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে চাইছি। তবে সেখানে যাওয়ার আগে আমি রঞ্জি ট্রফিতে কয়েকটা ম্যাচ খেলতে চাই।”

বহুদিন ধরেই সবাই ভাবছে যে অস্ট্রেলিয়া সফরে কি খেলতে যেতে পারবেন মহম্মদ শামি? যদিও পুরো ফিট না থাকার কারণে অস্ট্রেলিয়া সফরে শামিকে নিতে নারাজ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলতে মরিয়া শামি। তিনি আরও বলেছেন, “আগে অর্ধেক রানআপে বল করছিলাম। তবে গতকাল আমি যেভাবে বল করেছি, তার জন্য আমি খুব খুশি। আমার এখন আর কোনও ব্যথা নেই আর আমি নিজের একশো শতাংশ দিয়েই বল করছি”। তবে শামির এই প্রদর্শন হয়ত তাঁকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যেতে সাহায্য করবে এটা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version