আন্তর্জাতিক ক্রিকেট
বিশ্বকাপে তিন ম্যাচ খেলেই নজির শামির
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচগুলো তাকে বসতে হয়েছে মাঠের বাইরেই। কিন্তু একবার সুযোগ পেয়ে বুঝিয়ে দিয়েছেন সেই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভুল। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত মহম্মদ শামি খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। আর এই তিনটি ম্যাচেই তার ঝুলিতে ১৪টি উইকেট। একাই প্রায় শেষ করে দিচ্ছেন বিপক্ষ ব্যাটিং লাইনআপকে। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে নতুন নজির গড়ে ফেললেন শামি।
বিশ্বকাপে মাত্র ১৪টি ইনিংসে বল করে শামি এখনও পর্যন্ত দখল করেছেন ৪৫টি উইকেট। আর তার সঙ্গেই তিনি ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট শিকারের তালিকায় সবার উপরে চলে এসেছেন। পিছনে ফেলেছেন জাহির খান এবং জভাগাল শ্রীনাথকে। বিশ্বকাপে দুজনের ঝুলিতে রয়েছে ৪৪টি করে উইকেট। ৪৪টি উইকেট দখল করতে জাহির নিয়েছেন ২৩টি ইনিংস এবং শ্রীনাথ ৩৩টি। সেক্ষেত্রে শামি অনেক কম ইনিংসে বল করে তাদের টপকে গেলেন।