আন্তর্জাতিক ক্রিকেট
আসন্ন জিম্বাবোয়ে সফরে দলে নেই বাবর আজম, শাহিন আফ্রিদিরা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টেস্টে দলে ছিলেন না প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তবে তাঁর অনুপস্থিতিতে কোনও অসুবিধে হয়নি। বরং সেই দুটো টেস্টেই জিতেছে পাকিস্তান। এই একই ঘটনা ঘটেছে শাহিন আফ্রিদি ও নাসিম শাহর সঙ্গেও। তবে অস্ট্রেলিয়া সফরে দলে থাকলেও, জিম্বাবোয়ে সফরে বাদ পড়লেন পাকিস্তানের এই তারকারা।
ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হারের পর, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও হারের মুখে দেখেছিল পাকিস্তান। তার পরই দল থেকে বাদ পড়েন বাবর, শাহিনরা। শুধু তাই নয়, ফর্মের ধারেকাছে ছিলেননা তাঁরা। সেই কারণেই এই বড় সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। অপরদিকে গত ১৮ ইনিংসে, কোনও হাফসেঞ্চুরি আসেনি বাবরের ব্যাট থেকে। এছাড়া ২৬ ওভার বল করে শাহিন আফ্রিদি মাত্র একটি উইকেট নিয়ে দিয়েছিলেন ১২০ রান।
অপরদিকে বাবর, শাহিন ছাড়া শুরু করেই, ইংল্যান্ডকে বাকি দুটি টেস্টে হারিয়ে সিরিজ যেতে পাকিস্তান। ইতিমধ্যেই জিম্বাবোয়ে সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাননি পাকিস্তানি এই তারকারা। তারই সঙ্গে অস্ট্রেলিয়া সফরের জন্যও দল ঘোষণা করে দিয়েছে পিসিবি। সেখানেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তবে সেই দলে প্রত্যাবর্তন ঘটেছে বাবরদের। এবারে দেখার অস্ট্রেলিয়া সফরে কতটা ছন্দে ফিরতে পারেন এই তারকারা।