আন্তর্জাতিক ক্রিকেট
বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের ফল, আইসিসির ক্রমতালিকায় নামলেন মিতালি…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মহিলাদের বিশ্বকাপে একেবারেই ভাল খেলতে পারেননি ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। এই খারাপ পারফরমেন্সের কারণেই হয়তো তার দল শেষ চারে পৌঁছতে ব্যর্থ হয়েছে। আর এসব কিছুর প্রভাব এবারে পড়ল আইসিসির একদিনের ব্যাটারদের ক্রমতালিকায়। সেই তালিকায় এক ধাপ নামলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। অবশ্য দলের আর এক ব্যাটার স্মৃতি মন্ধানা তালিকায় উপরে উঠেছেন।
আইসিসির সদ্যপ্রকাশিত তালিকায় ৬৮৬ পয়েন্ট রয়েছে মিতালির এবং তিনি ষষ্ঠ থেকে সপ্তম স্থানে নেমে এসেছেন। প্রসঙ্গত বিশ্বকাপে খেলা সাতটি ম্যাচে মাত্র ১৮২ রান করেন মিতালি। অত্যন্ত খারাপ পারফরমেন্স করেছেন তিনি। অন্য দিকে দশম থেকে নবম স্থানে উঠেছেন স্মৃতি। তাঁর পয়েন্ট ৬৬৯। বিশ্বকাপে সাত ম্যাচে ৪৬.৭১ গড়ে ৩২৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ ১২৩।
আর এই তালিকায় শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ৫০৯ রান করেছেন তিনি। প্রতিযোগিতার সর্বোচ্চ রান তো তিনি করেইছেন, তার পাশাপাশি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ জেতানো ১৭০ রানের ইনিংস খেলেন মিচেল স্টার্কের স্ত্রী। তার ফলে তালিকায় চার ধাপ উঠেছেন হিলি।
অন্যদিকে আইসিসির বোলারদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ভারতের তারকা পেসার ঝুলন গোস্বামী। অন্যদিকে অলরাউন্ডারদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ভারতের দীপ্তি শর্মা। ঝুলন রয়েছেন ১০ নম্বরে।