আইপিএল

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আইপিএল নিলামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে জয় হল কেকেআরের। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় কলকাতা। আইপিএলের ইতিহাসে এত বড় অংকের নিলাম এই প্রথম।

মিচেল স্টার্ককে দলে নেওয়ার পরে কলকাতার নাইট রাইডার্স এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় মালিক শাহরুখ খানের অভিনীত সিনেমা কাভি খুশি কাভি গাম এর অনুকরণে। সেখানে কিং খানের মুখের জায়গায় বসানো হয় অস্ট্রেলিয়ান পেসারের মুখ। মেন্টর গৌতম গম্ভীর এর আগেই ঠিক করেছিলেন দলে নেবেন একজন তারকা ফাস্ট বোলারকে। তবে লড়াইটা সহজ ছিল না। মিচেল স্টার্ক এর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাকে দলে নেওয়ার জন্য মুম্বাইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় কলকাতার। একটা সময় পরে এই লড়াইয়ে যোগ দেয় গুজরাট। গুজরাটের সঙ্গে তীব্র তড়ি টানাটানির পর অবশেষে অস্ট্রেলিয়ান পেসারকে জিতে নেয় নাইট শিবির। মজার বিষয় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে দলে নেওয়ার জন্যও একই রকম লড়াই চলে মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদের মধ্যে। অবশেষে ২০ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে হায়দ্রাবাদে নাম লেখান কামিন্স। অনেকেই মনে করেছিলেন আইপিএল ইতিহাসে সর্বোচ্চ অংকের রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। কিন্তু তারই সতীর্থ ছাপিয়ে গেলেন অধিনায়ককেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version