Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা শেষ ভারতের? জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পৌঁছনোর পথে ভারতের জন্য বড় কাঁটা হয়ে দাঁড়ালো নিউজিল্যান্ড টেস্ট। রবিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে ৮ উইকেটে পরাজয় রীতিমত বড় ধাক্কা দিয়ে গেল ভারতীয় শিবিরকে। ১০৭ রানের লক্ষ্য ছিল নিউজিল্যান্ডের সামনে যা পূরণ করতে একটুও বেগ পেতে হয়নি কিউয়িদের। অন্যদিকে গুরুত্বপূর্ণ মুহূর্তেও উইকেট তুলে নিতে পারেননি ভারতীয় বোলাররা। তাহলে কি এই হারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা শেষ করে দিতে পারে ভারতের? কঠিন হলেও সমস্ত আশা এখনো শেষ হয়ে যায়নি রোহিত শর্মাদের। বাকি সাতটা টেস্ট ম্যাচের মধ্যে পাঁচটা জিততেই হবে ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার আগে ভারতকে আরও দুবার মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ডের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় এখনো পর্যন্ত শীর্ষেই রয়েছে ভারত। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হার কিছুটা আশাহত করেছে রোহিত শর্মাদের। শতাংশের দিক থেকেও ঘটেছে বেশ কিছুটা অবনমন। ৬৮.০৬ শতাংশে দাঁড়িয়ে রয়েছে ভারত। অন্যদিকে ভারতকে পর্যুদস্ত করে ছয় নম্বর থেকে চার নম্বর স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড, তাদের শতাংশ ৪৪.৪৪। তালিকায় চোখ বোলালে বোঝা যাবে এই মুহূর্তে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। ৬২.৫০ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাট কমিন্সরা। ৫৫.৫৬ শতাংশে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে শ্রীলংকা। তবে বড় জয়ের কারনে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে টপকে চতুর্থ স্থান দখল করেছে তারা। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে তাদের কাছেও। এখন দেখার এই কঠিন চ্যালেঞ্জটার কিভাবে মোকাবিলা করেন রোহিত শর্মারা।

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: চোটের কারণে পুনে টেস্টেও খেলবেন না কেন উইলিয়ামসন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে সেই ম্যাচে কুঁচকির চোটের জন্য খেলতে পারেননি নিউজিল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে পুণেতে। তবে শোনা যাচ্ছে, চোট থেকে এখনও পুরোপুরি ঠিক হতে পারেননি কেন। ফলে সেই টেস্টেও তাঁকে পাবে না কিউয়িরা।

এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ফলে টেস্ট সিরিজ হারে নিউজিল্যান্ড। ওই সিরিজেই চোট পান উইলিয়ামসন। সেই চোটের কারণেই, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেননি কিউয়িদের প্রাক্তন অধিনায়ক। যদিও উইলিয়ামসনকে রেখেই দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। তবে কিউয়ি কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, “কেন দ্রুত সুস্থ হওয়ার দিকেই এগোচ্ছেন। তবে টেস্ট ক্রিকেটের জন্য যতটা ফিট হওয়া দরকার, ততটা এখনও হয়ে উঠতে পারেননি তিনি। আশা করছি সে দ্রুত উন্নতি করবে এবং তৃতীয় টেস্টে খেলতে পারবেন”।

অনুমান করা হয়েছিল ভারত সফরের প্রথম টেস্টে খেলতে না পারলেও, দ্বিতীয় টেস্টে নামতে পারবেন কেন। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে পুণে টেস্টেও নামা হবে না তাঁর। এবারে দেখার কতটা দ্রুত নিজেকে সুস্থ করে তুলে, ক্রিকেট মাঠে ফিরে আসতে পারেন ব্লাক ক্যাপসদের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরের জন্য নিজেকে তৈরি করছেন মহম্মদ শামি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দেশের ক্রিকেটমহলে ঘুরেফিরে একটাই প্রশ্ন বারবার আসছে। আর সেই প্রশ্নটা হল, মহম্মদ শামি পুরোপুরি চোটমুক্ত কিনা। বেঙ্গালুরু টেস্টের পর, নেটে পুরো রানআপে বোলিং করেছেন তিনি। যদিও তিনি নিজেই জানিয়েছেন, কোনও ব্যথা নেই তাঁর। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে বর্ডার-গাভাস্কার ট্রফিতে মহম্মদ শামির দলে ফেরার সম্ভাবনা। যদিও তার আগে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে চান তিনি।

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে সুস্থ হয়ে ওঠার পূর্ণ প্রক্রিয়া চালাচ্ছেন শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে, বল হাতে মাঠে দেখা যায়নি তাঁকে। দিন কয়েক আগে চিন্নাস্বামীতে তাঁকে দেখা গেলেও, তারপর রবিবার শামিকে দেখা যায় পুরো রানআপে বল করতে। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল অবশ্য নিজের নজর রেখেছেন তাঁর উপর। আসন্ন নভেম্বর মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। যদিও সেখানে খেলতে হলে আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে শামিকে। সেই বিষয়ে তারকা পেসার জানিয়েছেন, “আমি পুরো ফিট আর অস্ট্রেলিয়া সফরের আগে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে চাইছি। তবে সেখানে যাওয়ার আগে আমি রঞ্জি ট্রফিতে কয়েকটা ম্যাচ খেলতে চাই।”

বহুদিন ধরেই সবাই ভাবছে যে অস্ট্রেলিয়া সফরে কি খেলতে যেতে পারবেন মহম্মদ শামি? যদিও পুরো ফিট না থাকার কারণে অস্ট্রেলিয়া সফরে শামিকে নিতে নারাজ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলতে মরিয়া শামি। তিনি আরও বলেছেন, “আগে অর্ধেক রানআপে বল করছিলাম। তবে গতকাল আমি যেভাবে বল করেছি, তার জন্য আমি খুব খুশি। আমার এখন আর কোনও ব্যথা নেই আর আমি নিজের একশো শতাংশ দিয়েই বল করছি”। তবে শামির এই প্রদর্শন হয়ত তাঁকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যেতে সাহায্য করবে এটা বলাই যায়।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

রোহিতের ‘পরিকল্পনার অভাব’কেই দায়ী করলেন মঞ্জরেকর

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর এবার অধিনায়ক রোহিত শর্মাকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। ভারতীয় অধিনায়কের পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন তিনি।

প্রথম ইনিংসে অষ্টম উইকেটে ১৩৭ রান যোগ করে নিউজিল্যান্ড। প্রথম থেকেই যেন একটু ছন্নছাড়া দেখাচ্ছিল রহিত শর্মাকে। শেষে যখন তিনি হাল ধরলেন ততক্ষণে ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গেছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার রবীন্দ্র জাদেজাকে ব্যবহার করলেন অনেকটা দেরিতে। উল্টোদিকে কোন ছাপ ফেলতে না পারা সত্ত্বেও অনেক বেশি ব্যবহৃত হলেন মহম্মদ সিরাজ। সেই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর বলেন, “পেসাররা উইকেট তুলে আনতে পারে। তবে রানের কথাটাও মাথায় রাখতে হবে। সিরাজের ক্ষেত্রে এক বা দুই ওভার এবং বুমরাহর ক্ষেত্রে বেশি ওভার মানা যায়। কিন্তু সেখানেই সিরাজকে ব্যবহার করা হল অনেক বেশি। হাতের রান কম থাকা অবস্থাতে ছ’ওভার টানা সিরাজকে দিয়ে বল করানোটা আমাকে অবাক করেছে। অন্যদিকে অশ্বিনকে ব্যবহার করা হল নতুন বলে। বুমরাহর সাথেই যদি ও শুরু করত আমার মনে হয় ফলাফল পাল্টাতে পারত। এমনকি ইনিংসের চতুর্থ ওভারেও অশ্বিনকে নিয়ে এলেও নিউজিল্যান্ডকে বেশ কিছুটা চাপে রাখা যেত। রোহিত শর্মার অধিনায়ক করতে পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল এবারে। এই বিষয়টাই আমাকে অনেক বেশি হতাশ করেছে।” তিনি আরো বলেন, “প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং পারফরমেন্স ছিল জঘন্য। সেখানে দাঁড়িয়ে সামনে কি হতে চলেছে সেটা সবাই জানত। সাড়ে তিনশো রানে পিছিয়ে থাকার পর বেশি ভাবার অবকাশ থাকে না, তখন শুধু ব্যাট আর বল মাথায় রাখতে হয়। পরের দিকে অনেকেই ভালো পারফরমেন্স করেন, বেশ কিছু মজবুত পার্টনারশিপও তৈরি হয়। সেই কারণেই আমরা আবার ম্যাচে ফিরতে পেরেছিলাম। নিঃসন্দেহে ভারতের চেষ্টার তুলনা করতে হবে। প্রথম ইনিংসের বিধ্বস্ত অবস্থার পরেও এভাবে যে রোহিতরা ম্যাচে ফিরবেন তা প্রায় অকল্পনীয়ই ছিল।”

প্রসঙ্গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পৌঁছতে হলে এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি বাকি অর্থাৎ মোট সাতটি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটি ম্যাচ জিততেই হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুটি ম্যাচে রোহিতরা কিভাবে মোকাবিলা করেন সেই দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট অনুরাগীরা।

Continue Reading

Trending