আন্তর্জাতিক ক্রিকেট
“অপ্রয়োজনীয় ইনিংস”; রাহুলকে নিয়ে বিস্ফোরক মঞ্জরেকার
রে স্পোর্টস নিউজ ডেস্ক: জাতীয় দলের কোচ হয়ে আসার পর নিজের প্রথম একাদশে কে এল রাহুলকে মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছিলেন গৌতম গম্ভীর। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে তার এই সিদ্ধান্তকে বেশ কিছুটা প্রশ্নের মুখোমুখি ফেলে দিলেন কে এল রাহুল নিজেই। প্রথম ইনিংসে রাহুলের হতাশা জনক পারফর্মেন্স এর কারনে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা।
প্রসঙ্গত ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ফলে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্থ। তার অনুপস্থিতিতে পরিবর্ত হিসেবে দলে জায়গা পেয়েছিলেন কে এল রাহুল। বাংলাদেশ টেস্টে পন্থ দলে ফিরে এলেও রাহুলকে মিডিল ওর্ডারে রেখেছিলেন কোচ গম্ভীর। কিন্তু প্রথম টেস্টের প্রথম দিনে তার পারফরমেন্স একেবারেই আশানুরূপ ছিল না। মাত্র ৩৪ রানের তিন উইকেট খুইয়ে বেশ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। রোহিত শর্মা বিরাট কোহলির পাশাপাশি এদিন ব্যর্থ হন কে এল রাহুলও। ক্যারিয়ারের ৫১তম টেস্ট ম্যাচ খেলতে নেমে তার অবদান মাত্র ১৬। স্পিনার মেহেদী হাসানের বলে এদিন প্যাভিলিয়নের রাস্তা ধরেন রাহুল। আর তারপরেই তাকে নিয়ে কড়া সমালোচনা করেন সঞ্জয় মঞ্জরেকার। “অপ্রয়োজনীয় ইনিংস” আখ্যা দিয়ে মঞ্জরেকার বলেন, “এটা রাহুলের প্রত্যেকবারের গল্প। হ্যাঁ টেস্টে ওর বেশ কিছু দুরন্ত ইনিংস রয়েছে, তবে আজকের খেলা দেখলে মনে হবে এই ইনিংসটা অত্যন্ত অপ্রয়োজনীয়। ওকে আজকে মাঠের দিশেহারা লাগছিল। আর এই একই সমস্যা ওর সাথে বিগত ৫০ টা ম্যাচ ধরেই হয়ে আসছে। ওর ইনিংসগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাব এক আধটা নয় বেশ কয়েকটা সেঞ্চুরি রয়েছে। তারপরেও টেস্ট ক্রিকেটে ওর গড় মাত্র ৩৪। আর এটা ওর এক রকম অভ্যাসে পরিণত হয়েছে। সেটা যত তাড়াতাড়ি ও পাল্টে ফেলতে পারবে ততই ওর পক্ষে ভালো।” যদিও নিজের ক্রিকেট জীবনের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন যে এই ঘটনা বোধহয় প্রত্যেক ক্রিকেটারের জীবনেই ঘটে। যত তাড়াতাড়ি সম্ভব রাহুলকে এটা কাটিয়ে বেরিয়ে আসতে হবে।
প্রসঙ্গত এদিন কে এল রাহুলের আউট হওয়ার পর ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ১৪৪। এরকম চাপের পরিস্থিতিতে দলের হাল ধরেন রবিচন্দন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। অশ্বিনের সেঞ্চুরির পাশাপাশি জাদেজার অপরাজিত ৮৬ রানের ইনিংস সম্মান বাঁচায় ভারতের।