আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: শেষ টি টোয়েন্টি কি ভারতেই খেলবেন মাহমুদুল্লা? জানতে পড়ুন..

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে, ভারতের কাছে পর্যদুস্ত হতে হয়েছে বাংলাদেশকে। সেই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাহমুদুল্লা। তবে এবারে শোনা যাচ্ছে ভারতের মাটিতেই শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে এই ফরম্যাট থেকে অবসর নিতে পারেন তিনি, এমনটাই খবর। মঙ্গলবার তাঁর অবসরের ব্যাপার নিয়ে দাবি করল বাংলাদেশের এক সংবাদমাধ্যম। সেই সূত্র মারফত জানা গিয়েছে, অবসরের কথা আগেই ঠিক করেছিলেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছে ভারতের বিরুদ্ধে এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পরেই যেন অবসর নেন প্রাক্তন অধিনায়ক মাহমুদুল্লা।

২০০৭ সালে দেশের জার্সি পরে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে ২৩৯৫ রান করার পাশাপাশি তিনি নিয়েছেন ৪০টি উইকেট। তাঁর অধিনায়কত্বে বাংলাদেশ ৪৩টি ম্যাচ খেলেছে এবং যার মধ্যে ১৬টি ম্যাচে জিতেছে তাঁর দল। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লা।

এছাড়াও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন মাহমুদুল্লা। ৫০টি টেস্ট ম্যাচের মধ্যে পাঁচটি শতরানের ইনিংস খেলেছেন তিনি। মোট রান সংখ্যা তাঁর ২৯১৪। যদি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর এই ফরম্যাট থেকে অবসর নেন, তাহলে দেশের জার্সিতে শুধু এক দিনের ক্রিকেটই খেলবেন তিনি। তাও মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর সব ফরম্যাট থেকেই অবসর নিতে পারেন ৩৮ বছর বয়সী বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version