Connect with us

ক্রিকেট

রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ ভারতীয় দলের অধিনায়ক হিসাবে এখনও নিজেকে প্রমাণ করা বাকি রোহিত শর্মার। আন্তর্জাতিক পরিসরে ভারতীয় দলের ব্যর্থতার কারন দেখিয়ে বিরাট কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়কের পদে বসানো হয়। অধিনায়ক পরিবর্তন হলেও ভারতীয় ক্রিকেটের হাল বদল হয়নি। টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হতাশাই একমাত্র সঙ্গী ভারতের। এর আগেও রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাভাস্কার। আবারও ভারতীয় দলে তার অধিনায়কত্ব নিয়ে সরব হলেন তিনি। গাভাস্কার বললেন “রোহিত যেখানে আইপিএলে এতোগুলা ট্রফির মালিক, সেখানে ওর কাছ থেকে এমন হতাশাজনক অধিনায়কত্ব মেনে নেওয়া যায়না। আমি ওর থেকে আরও বেশি কিছু আশা করি।

শুধু দেশের মাটিতে ভালো ফল করলেই হবেনা। নিজেদেরকে বিদেশের মাটিতেও প্রমাণ করতে হবে।” প্রাক্তন কিংবদন্তী এই ভারতীয় ক্রিকেটার মনে করছেন কোচ রাহুল দ্রাবিড়ের এই বিষয়টি নিয়ে রোহিতের সাথে আলোচনা করা উচিত। দীর্ঘদিন ধরে বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেটের সাফল্য অধরা। দল নির্বাচন থেকে অধিনায়কত্ব সব কিছুতেই নিজেদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন গাভাস্কার। সামনেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মত বড় টুর্নামেন্ট। তাও আবার দেশের মাটিতে। সেখানে ভালো ফল করতে হলে রোহিতকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। ধারাবাহিক ব্যর্থতা নিজেদেরকে গ্রাস করলে আসান্ন বিশ্বকাপেও আশানুরূপ ফল থেকে বঞ্চিত হতে পারে ভারতীয় দল।

আইপিএল

রাজস্থান রয়্যালসের হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এখন দলের ডাইরেক্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় দলের দায়িত্ব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে প্লেয়ার কেনাবেচার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবেন। এর আগে ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন, এবার আইপিএলে কোচের পদে তিনি। সাঙ্গাকারার সঙ্গে দ্রাবিড় খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন আসন্ন মরসুমের দল তৈরির জন্যে।

Continue Reading

ক্রিকেট

বাংলাদেশ সিরিজের প্রস্তুতিতে মগ্ন পন্থ…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিযান শুরু করতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

সদ্য পাকিস্তানকে ৬ উইকেটে ম্যাচ হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই ইনফর্ম বাংলাদেশকে হারানোটা সহজ হবে না তা ভালোমতই জানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ইতিমধ্যেই আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। বৃহস্পতিবার শুরু হয়েছে দলীপ ট্রফি। সেখানেই ভারতীয় বি দলের অধিনায়কত্ব করছেন পন্থ। সেখানে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। কারণ, ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতি ভাল হয়।” গাড়ি দুর্ঘটনার পর আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপে কামব্যাক হলেও লাল বলের ক্রিকেটে দু’বছর পরে খেলতে নামবেন পন্থ। এবারে তার লক্ষ্য হবে ভারতীয় টেস্ট দলেও নিজের জায়গা পাকা করা।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

লজ্জার রেকর্ড! ১০ রানে গুটিয়ে গেল মঙ্গোলিয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের এশিয়ান কোয়ালিফায়া এ’র ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১০ ওভারে মাত্র ১০ রানে অলআউট হল মঙ্গোলিয়া দল। সেইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যৌথ সর্বনিম্ন রানের রেকর্ড তৈরি করল তারা। এতদিন এই রেকর্ড ছিল আইল অফ ম্যান দলের। স্পেনের বিরুদ্ধে তারাও অলআউট হয়েছিল ১০ রানেই।

১১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৫ বলে খেলেই ৯ উইকেটে ম্যাচটি জিতে নেয় সিঙ্গাপুর । এই ম্যাচে সবথেকে বেশি নজর কেড়েছেন সিঙ্গাপুরের ১৭ বছর বয়সি তরুণ লেগ স্পিনার হর্ষ ভরদ্বয়াজ। মাত্র ৩ রান দিয়ে ৬ উইকেটে নিয়ে মঙ্গোলিয়া দলের ব্যাটিং মেরুদন্ড একেবারে ভেঙে দিয়েছেন এই তরুণ প্রতিভা। এমনকি মঙ্গোলিয়া দল পাওয়ার-প্লে তে তাদের যেই ৬ উইকেট হারায়, সেই ৬ উইকেটের মধ্যে ৫টি উইকেটই নিয়েছেন হর্ষ।

সিঙ্গাপুরের হয়ে ব্যাটিং করতে এসে রাউল শর্মা প্রথম বলে একটি ছয় মারেন এবং আরেক ব্যাটার উইলিয়াম সিম্পসন জয়সূচক চার মেরে সিঙ্গাপুরকে প্রথম ওভার এই জয় এনে দেয়।

Continue Reading

Trending