আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: ক্ষমা চাইলেন শামি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চোট থেকে এখনও পুর সুস্থ হয়ে উঠতে পারেননি ভারতের তারকা পেসার মহম্মদ শামি। যার ফলে বর্ডার-গাভাস্কার ট্রফির দলে সুযোগ পান নি তিনি। যদিও শামি নিজেই জানিয়েছিলেন যে, কোনওরকম ব্যথা নেই তাঁর। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণে, অস্ট্রেলিয়া সফরে তাঁকে নিয়ে যাওয়ার ঝুঁকি নেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই সিরিজে খেলার সুযোগ না পেয়ে প্রথমবার মুখ খুললেন ভারতীয় পেসার।

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে এই মুহূর্তে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চালাচ্ছেন শামি। কয়েকদিন আগে চিন্নাস্বামীতে তাঁকে দেখা গিয়েছিল পূর্ণ রানআপে বল করতে। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল নজর রেখেছিলেন শামির ওপর। সেদিন তাঁকে অনুশীলনে দেখে মনে হয়েছিল, হয়ত বর্ডার-গাভাস্কার ট্রফির আগে পুরো সুস্থ হয়ে যাবেন তিনি। কিন্তু তা হয়নি। ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি তিনি। এদিকে নিজের সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, “দ্রুত লাল বলের ঘরোয়া ক্রিকেট খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে ওঠার চেষ্টা করছি এবং নিজের সেরাটা দিচ্ছি।” এছাড়া বিসিসিআই এবং সমর্থকদের কাছে বর্ডার-গাভাস্কার ট্রফির আগে ফিট হয়ে না উঠতে পারার জন্য ক্ষমা চেয়েছেন শামি। তিনি বলেছেন, “ক্রিকেট সমর্থক এবং বোর্ডের কাছে আমি ক্ষমাপ্রার্থী। তবে দ্রুত লাল বলের ক্রিকেট খেলার জন্য নিজেকে ফিট করে তুলব আমি।” শোনা যাচ্ছে বাংলার হয়ে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের কয়েকটা ম্যাচ খেলবেন শামি।

এদিকে বোর্ড থেকে খবর পাওয়া যাচ্ছে, বর্ডার-গাভাস্কার ট্রফির আগে ঘরোয়া ক্রিকেটে খেলে যদি ফিট হতে পারেন শামি, তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার বিমানে তাঁকে নিয়েই সফরে যাবে ভারতীয় দল।” এবারে দেখার এই সফরের আগে নিজেকে কতটা সুস্থ করে তুলতে পারেন ভারতের এই তারকা পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version