আন্তর্জাতিক ক্রিকেট
ইংল্যান্ডে পৌঁছে করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট: রিপোর্ট
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামে পয়লা জুলাই থেকে শুরু হওয়া পঞ্চম টেস্টের আগে করোনার বাড়বাড়ন্তে অনুশীলনে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। প্রসঙ্গত গতবছর ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচটি না খেলেই ফিরে আসে। সে সময়ে এই ম্যাচটি না খেলা হওয়ার পিছনে করোনার বাড়বাড়ন্তই দায়ী ছিল, আর এক বছর পরে সেই টেস্ট ম্যাচটি আবার খেলা হওয়ার সবরকম ব্যবস্থা নেওয়া হলেও ফের একবার করোনা চোখ রাঙাচ্ছে।
ইতিমধ্যেই সকলের জানা যে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন করোনা আক্রান্ত হওয়ায় ভারতেই নিভৃতবাস কাটাচ্ছেন এবং লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাকে পাবে না ভারত। এখন সূত্র মারফত জানা যাচ্ছে মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ভারতীয় দলে যোগ দেওয়া প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও করোনা আক্রান্ত হয়েছিলেন। বিসিসিআই সূত্র মারফত এক সর্বভারতীয় সংবাদপত্রকে জানানো হয়,”হ্যাঁ মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফেরার পরে বিরাট যখন ভারতীয় দলে যোগ দেয় তখন তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল, তবে বিরাট নিভৃতবাস কাটিয়ে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন।”
সূত্র মারফত আরও জানানো হয় যে,”এর ফলে ভারতীয় দলকে পূর্ণশক্তিতে অনুশীলন ম্যাচ খেলাতে পারবেন না দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, যেটা তিনি একেবারে প্রথম থেকে চেয়েছিলেন। এর প্রধান কারণ হল, ডাক্তাররা একথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেসব ক্রিকেটাররা সদ্য করোনা মুক্ত হয়েছেন, অদের উপরে খেলার সময় অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। এছাড়া দলের একজন ক্রিকেটার আক্রান্ত হওয়ায় সেখানে থেকে আরও ক্রিকেটারদের মধ্যে এই মরণ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।”