আন্তর্জাতিক ক্রিকেট

কোহলি নাকি বাবর, মুখ খুললেন শোয়েব আখতার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক : ক্রিকেট দুনিয়ায় কান পাতলেই এখন সবথেকে বেশি যে তুলনা বারবার শোনা যায় তা হল বিরাট কোহলি বনাম বাবর আজম। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে অনুরাগী, সকলেই এই তুলনা করেছেন একাধিকবার। আর এবার পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারকে প্রশ্ন করা হল এই তুলনা নিয়েই।

আখতারকে প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে কাকে আউট করা বেশি শক্ত। উত্তরে তিনি বলেন, “আমি যদি আগের মতোই পারফরম্যান্স করতে পারি, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোহলির থেকেও বাবরকে আউট করা আমার পক্ষে কঠিন হবে।” এই দুই ব্যাটসম্যানই ক্রিকেটের তিন ফরম্যাটে নিজেদের প্রমাণ করেছেন একাধিকবার। ১০১টি টেস্ট, ২৬০টি ওডিআই এবং ৯৭ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে বিরাট কোহলি ৮০৪৩, ১২৩১১ এবং ৩২৯৬রান করেছেন। এর মধ্যে রয়েছে ২৭ টি টেস্ট সেঞ্চুরি, ৪৩ টি একদিনের ম্যাচের সেঞ্চুরি। তার করা মোট আন্তর্জাতিক সেঞ্চুরি সংখ্যা ৭০। অন্যদিকে বাবর আজম ৪০টি টেস্ট, ৮৬টি ওয়ানডে এবং ৭৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাটেই ২৮৫১, ৪২৬১ ও ২৬৮৬ রান করেছেন। তার সংগ্রহের ঝুলিতে রয়েছে ৬ টি টেস্ট, ১৬ টি একদিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি। তার নেতৃত্বে বেশকিছু বড় জয় পেয়েছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version