ক্রিকেট

এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে পাওয়া যাবেনা কেএল রাহুলকে

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ দীর্ঘদিন চোটের কবলে থাকলেও এশিয়া কাপের দলে ডাক পেয়েছিলেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান কেএল রাহুল। তবে এশিয়া কাপের প্রাক্কালে বেঙ্গালুরুরতে জাতীয় দলের প্রস্তুতি শিবিরের শেষ দিনে রাহুল দ্রাবিড় জানালেন প্রথম দুই ম্যাচে পাওয়া যাবেনা কেএল রাহুলকে। এখনও পর্যন্ত তিনি ম্যাচ খেলার জন্য প্রস্তুত নয়। গত মরশুমে আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন রাহুল। তারপরে লন্ডনে গিয়ে অস্ত্রোপচারও করিয়ে এসেছেন। নিজেকে চোট মুক্ত করতে এনসিএতে রিহ্যাব সম্পূর্ণ করেছেন। ইতিমধ্যেই এশিয়া কাপের দলে ডাক এসেছে তার। বেঙ্গালুরুতে আয়োজিত ৬ দিনের মেডিকেল ক্যাম্পেও অংশ নিয়েছিলেন তিনি।

পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, রাহুল খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে। তবে এখনও ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন তিনি। আশা করা যাছে ভারত যদি এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করে সেখানে রাহুল দলের সাথে যোগ দিতে পারে। মঙ্গলবার বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি শিবির শেষ করে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে রওনা দেবে দল। কিন্তু কেএল রাহুল এই মুহুর্তে দলের সাথে যাচ্ছেন না। সেপ্টেম্বর মাসের ৪ তারিখ পুনরায় রাহুলের চোট পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন এশিয়া কাপে কেএল রাহুলের পরিবর্তে উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন ইশান কিষাণ এবং ব্যাকআপ হিসাবে দলের সাথে যোগ দেবেন সঞ্জু স্যামসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version