আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: প্রথম টেস্টের আগে চোটের কবলে ভারতীয় দল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাস্কার ট্রফি। পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটি হবে পার্থে। এবারে সেই টেস্ট শুরুর আগেই চোটে জর্জরিত ভারতীয় শিবির। বৃহস্পতিবার চোট পেয়েছিলেন সরফরাজ খান। এবারে শুক্রবারের অনুশীলনে চোট পেলেন কে এল রাহুলও। ইতিমধ্যেই প্রথম টেস্টে রোহিত শর্মার খেলা নিয়ে একটা সংশয় রয়েছে। সেখানে ওপেনিং নিয়ে একটা মাথা বেথা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। যেই কারণে ভাবা হয়েছিল রাহুলকে দিয়ে ওপেনিংটা সামলানোর, এবারে সিরিজ শুরুর এক সপ্তাহ আগে চোট পেলেন তিনিও।
প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে। ফলে সেই স্টেডিয়ামের পেস এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ওয়াকা ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের অনুশীলন সারছে ভারতীয় দল। শোনা যাচ্ছে ওয়াকা ট্রেনিং গ্রাউন্ডের পেস এবং বাউন্সের সঙ্গে অনেকটাই মিল রয়েছে অপ্টাস স্টেডিয়ামের। ফলে সেখানের কিছু তরুণ নেট বোলারদের নিয়েই অনুশীলন শুরু করে দেয় টিম ইন্ডিয়া। তবে নেটে ব্যাট করা কালীন বৃহস্পতিবার কনুইয়ে চোট পেয়েছিলেন সরফরাজ খান। সেই চোটের পরে আর নেটে ব্যাট করেননি তিনি। তারপর এদিন শুক্রবারও ঘটে সেই একই ঘটনা। অনুশীলনে হঠাৎই একটি শর্ট বল সোজা এসে লাগে রাহুলের ডান কনুইয়ে। ফলে সঙ্গে সঙ্গেই ব্যাটিং থামিয়ে ফিজিওরা মাঠেই তাঁর শুশ্রুষা চালান। শুশ্রুষার পরেও ব্যাট করতে আসেন রাহুল তবে শেষে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। যদিও ভারতীয় শিবিরের খবর অনুযায়ী, এখন সুস্থ রয়েছেন রাহুল। অপরদিকে অস্ট্রেলিয়ার কিছু সংবাদমাধ্যম দাবি করেছে যে বৃহস্পতিবার স্ক্যান করাতে গিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর কী ধরনের চোট রয়েছে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
দুই তারকা ব্যাটসম্যানের পরপর দুদিন চোট লাগার ফলে চিন্তায় পরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। রাহুল এবং সরফরাজ দুজনেরই প্রথম একাদশে খেলার প্রবল সম্ভবনা ছিল। রোহিত শর্মা না খেললে সেই জায়গায় রাহুলকে দিয়েই ওপেনিং করানোর পরিকল্পনা ছিল দলের। তবে যদি চোটের কারণে তিনি না খেলতে পারেন তাহলে হয়ত দলে অভিষেক ঘটতে পারে বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণের। সরফরাজের জায়গায় দলে আসতে পারেন ধ্রুব জুরেল। এবারে দেখার প্রথম টেস্টে কেমন দল নামাতে চলেছে ভারত।