আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: চোটের কারণে পুনে টেস্টেও খেলবেন না কেন উইলিয়ামসন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে সেই ম্যাচে কুঁচকির চোটের জন্য খেলতে পারেননি নিউজিল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে পুণেতে। তবে শোনা যাচ্ছে, চোট থেকে এখনও পুরোপুরি ঠিক হতে পারেননি কেন। ফলে সেই টেস্টেও তাঁকে পাবে না কিউয়িরা।

এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ফলে টেস্ট সিরিজ হারে নিউজিল্যান্ড। ওই সিরিজেই চোট পান উইলিয়ামসন। সেই চোটের কারণেই, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেননি কিউয়িদের প্রাক্তন অধিনায়ক। যদিও উইলিয়ামসনকে রেখেই দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। তবে কিউয়ি কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, “কেন দ্রুত সুস্থ হওয়ার দিকেই এগোচ্ছেন। তবে টেস্ট ক্রিকেটের জন্য যতটা ফিট হওয়া দরকার, ততটা এখনও হয়ে উঠতে পারেননি তিনি। আশা করছি সে দ্রুত উন্নতি করবে এবং তৃতীয় টেস্টে খেলতে পারবেন”।

অনুমান করা হয়েছিল ভারত সফরের প্রথম টেস্টে খেলতে না পারলেও, দ্বিতীয় টেস্টে নামতে পারবেন কেন। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে পুণে টেস্টেও নামা হবে না তাঁর। এবারে দেখার কতটা দ্রুত নিজেকে সুস্থ করে তুলে, ক্রিকেট মাঠে ফিরে আসতে পারেন ব্লাক ক্যাপসদের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version