ক্রিকেট
দলগত জয়, বলছেন রোহিত
সৌরভ রায়; নিউইয়র্ক, ১২ জুন – নিউইয়র্কের কঠিন উইকেটে সূর্য কুমার যাদব এবং শিবম দুবের অনবদ্য পার্টনারশিপে ভর করে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ের সাথেই রোহিত শর্মা ব্রিগেড টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে। দলের এই জয়ে স্বভাবতই খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচের পরে দলের জয় নিয়ে কথা বলতে গিয়ে সূর্য এবং দুবের ভূয়সী প্রশংসা করলেন রোহিত। তিনি বলেন,”আমরা জানতাম এই পিচে ব্যাট করা কঠিন হবে। দল হিসেবে আমরা ভালো খেলে রানটা তাড়া করেছি। স্কাই এবং দুবে দুজনেই ভালো খেলেছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদেরও অভিবাদন জানাচ্ছি। ওরা দারুন উন্নতি করেছে।”
ভারতীয় বোলাররা বুধবারও অনবদ্য বোলিং করেছেন। তাঁদের অকুণ্ঠ প্রশংসা করে রোহিত বলছেন,”আমরা জানতাম আমাদের দলের বোলারদের এই উইকেটে বেশি দায়িত্ব নিতে হবে। কারণ এমন পিচে ব্যাট করা সত্যিই কঠিন। অর্শদ্বীপ বল হাতে দুরন্ত শুরু করে। আমরা আমাদের মধ্যে অনেক রকম অপশন চাইছি। দুবে আমাদের সেটাই দিয়েছে। সুপার এইটে পৌঁছতে পেরে খুবই ভালো লাগছে। নিউইয়র্কের পিচে খেলা আমাদের কাছে খুবই কঠিন ছিল। স্কাই আজ দেখিয়েছে ও অন্যদের থেকে কতটা আলাদা, এবং ওর মতো অভিজ্ঞ ক্রিকেটারের থেকে এটাই কাম্য।”
বুধবার চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অর্শদ্বীপ সিং। নিজের অনবদ্য বোলিং নিয়ে তিনি বলছেন,”আমি নিজের পারফরমেন্সে খুবই খুশি। শেষ দুটি ম্যাচে আমি বেশ কিছু রান দিয়েছি, তবে দল সবসময় আমার পাশে থেকেছে। এই উইকেট পেসারদের ভালোই সাহায্য করছে, এখান থেকে আমরা সিম মুভমেন্ট পাচ্ছি, তাই এখানে ঠিক লেন্থে বল করতে হচ্ছে। এক্ষেত্রে বুমরাহও ওর অভিজ্ঞতা আমার সঙ্গে ভাগ করে সাহায্য করেছে। আমাদের দলের সকল বোলাররা খুব ভালো বল করেছে। আমরা এই ধারাটাই পরবর্তী পর্বেও বজায় রাখতে চাই।”