আইপিএল
নভেম্বরেই হবে আইপিএল মেগা নিলাম
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত নভেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। যা শোনা যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি এই মেগা নিলামের আসর বসতে পারে। সময় এগিয়ে এলেও এখনও বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়নি খেলোয়াড় রিটেনশনের নিয়ম।
এবার বিদেশের মাটিতেই বসতে চলেছে এই নিলামের আসর। ভারতে এটি অনুষ্ঠিত হবেনা তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। গতবারের নিলামের ভেন্যু ছিল দুবাই। যদিও গতবার হয়েছিল মিনি নিলাম। কিন্তু শোনা যাচ্ছে এবারের মেগা নিলাম লন্ডনে আয়োজিত হতে পারে। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে, দুবাইতে নিলাম হওয়ার আয়োজনের প্রস্তাবও রাখা হয়েছে। তবে সবটাই এখন আলোচনার পর্যায়ে রয়েছে।
এছাড়াও শোনা যাচ্ছে ডিসেম্বরের বদলে নভেম্বরেই হয়ে যেতে চলেছে আসন্ন আইপিএল মরশুমের নিলাম। কিন্তু এর ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর খুব একটা সুবিধে হচ্ছেনা। কারণ বিসিসিআইয়ের তরফে এখনও জানানো হয়নি খেলোয়াড় রিটেনশনের নিয়মগুলি। কতগুল করে খেলোয়াড় ধরে রাখা যাবে সেই নিয়ে এখনো ভিন্নমত রয়েছে। বোর্ডের সঙ্গে আইপিএল দল গুলি বৈঠকে বসলেও এখনও চূড়ান্ত কিছু যানা যায়নি বলেই খবর। যা শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকেই নিয়ম জানিয়ে দেবে বোর্ড।
নভেম্বরের ১৫ তারিখের মধ্যেই সমস্ত দল গুলিকে তাদের রিটেন করা খেলোয়াড়দের তালিকা জমা করে দিতে হবে বোর্ডের কাছে। তার পরে নিলামের দিন ধার্য করবে বোর্ড।