ক্রিকেট

IPL 2024 Final: অপেক্ষার অবসান, কলকাতায় ট্রফি এল গম্ভীরের হাত ধরেই

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান। ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর দশ বছর কেটে গেছে, সাফল্যের মুখ দেখেনি নাইট বাহিনী। রবিবাসরীয় চিপকে দশ বছরের শাপমুক্তি ঘটল নাইট বাহিনীর। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি ঘরে তুললেন শ্রেয়স আইয়াররা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন অজি তারকা পেসার মিচেল স্টার্ক। নাইট বোলারদের দাপটে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। পাশাপাশি এটাই আইপিএলের ইতিহাসে ফাইনালে সর্বনিম্ন স্কোর। মাত্র ১১৪ রান তাড়া করতে বেশি বেগ পেতে হয়নি নাইট শিবিরকে। নারিন দ্রুত আউট হয়ে ফিরে গেলেও জয় ছিনিয়ে নেন গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার। ২৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ। ৯ উইকেটে ম্যাচ জিতে উৎসনে মাতেন শ্রেয়স-রিঙ্কুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version