আইপিএল

IPL 2023: ফের গড়াপেটার ছায়া! আরসিবির অন্দরের খবর জানতে সিরাজকে ফোন রহস্যময় বাস চালকের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ফের একবার ম্যাচ ফিক্সিং এর ঘটনা, জনসমক্ষে চলে এল। ঘটনাটি ঘটেছে বিরাট কোহলির দল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জোরে বোলার মহম্মদ সিরাজের সঙ্গে। ঘটনার সূত্রপাত একজন বাস চালক আইপিএলের বাজিতে নিজের টাকা হেরে গিয়ে যোগাযোগ করেন সিরাজের সঙ্গে। সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই মারফত জানা যাচ্ছে, এই বাস চালক ফোনে সিরাজকে লোভ দেখান যে, তিনি যদি ডিমের ভেতরের খবর তাকে বলেন, তাহলে তিনি সিরাজকে মোটা অংকের টাকা দেবেন। তবে সিরাজ এক মুহূর্ত দেরি না করে ঘটনাটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দুর্নীতি দমন শাখাকে (এসিইউ) জানান।

এই তথ্য জানার সাথে সাথেই বিসিসিআইয়ের একটি ইউনিট কাজে নেমে পড়ে এবং দ্রুত তদন্ত করে ওই বাস চালককে গ্রেফতার করে। বিসিসিআইয়ের এক কর্তা পিটিআইকে জানান যে, ওই ব্যক্তি যিনি সিরাজের সঙ্গে কথা বলেছিলেন, তিনি কোনও বুকি নন। হায়দ্রাবাদে বাস চালাতেন তিনি এবং আইপিএল চলাকালীন জুয়ার নেশায় বাজি ধরেছিলেন। এই ব্যাপারে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্তা জানান,”এই ব্যাপারে বোর্ডের তরফ থেকে সিরাজের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গিয়েছে যিনি সিরাজের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি কোনও বুকি ছিল না। তিনি হায়দ্রাবাদের একজন ড্রাইভার, যিনি ম্যাচগুলিতে বাজি ধরেন। বাজিতে তিনি অনেক টাকা হারিয়েছিলেন। এ কারণে দলের ভিতরের তথ্যের জন্য তিনি সিরাজের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সঙ্গে সঙ্গে সিরাজ বিষয়টি বোর্ডকে জানান।”

বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে আরও বলেছেন, “সিরাজ সঙ্গে সঙ্গে বোর্ডকে এই খবর জানিয়েছে। বোর্ডের দুর্নীতি বিরোধী শাখার আধিকারিকরা সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েন। সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর থেকে বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।”

প্রসঙ্গত বেটিংয়ের কারণে আইপিএল ২০১৩ সালে কলঙ্কিত হয়েছিল। এস শ্রীসন্থ, অঙ্কিত চহ্বান এবং অজিত চাণ্ডিলাকে গ্রেফতার করা হয়েছিল। তার পরে চেন্নাই দলের তৎকালীন মুখ্যকর্তা গুরুনাথ মেইয়াপ্পানকেও গ্রেফতার করা হয়। চেন্নাই এবং রাজস্থান দলকে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অপরাধে দু’বছর করে নির্বাসিতও করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version