আইপিএল

IPL 2023: অর্জুন তেন্ডুলকারের সফলতায় উচ্ছ্বসিত ক্রিকেট মহল

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রবিবার কলকাতার বিরুদ্ধে আইপিএলে অভিষেক ঘটেছে সচিন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকারের। প্রথম ম্যাচে উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচেই হায়দ্রাবাদের বিরুদ্ধে উইকেট পেয়েছেন অর্জুন। ২.৫ ওভার বল করে ১৭ রান দিয়ে তিনি একটি উইকেট পান। এই দিনটির জন্য বহুদিনের প্রতীক্ষা ছিল অর্জুনের। তার জন্য বহু পরিশ্রম বহু চড়াই-উতরাই পথ পেরোতে হয়েছে তাকে। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হলেও সেই সাফল্য ধরে রাখতে পারেননি তিনি। মুম্বইয়ের হয়ে ২০২০-২১ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে প্রথম ২০ ওভারের ক্রিকেটে আত্মপ্রকাশ।

২০২২ এর ১৩ ডিসেম্বর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান করে তাক লাগিয়ে দেন শচীন পুত্র অর্জুন তেন্ডুলকার। ২০৭ বলে তিনি করেন ১২০ রান। ২০২১ সালে আইপিএলে দল পেলেও প্রায় দুবছর মুম্বইয়ের নেট বোলার হিসাবেই কাটাতে হয় তাকে। অবশেষে ২০২৩ এর ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ডেবিউ। প্রথম ম্যাচে উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচেই ভাল বোলিং করে নজরে থাকলেন অর্জুন। শেষ ওভারে হায়দ্রাবাদের প্রয়োজন ছিল ২০ রান হাতে ছিল ১ টি উইকেট। ৫ বলে মাত্র ৫ রান দিয়ে একটি উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেন জুনিয়র তেন্ডুলকার। নতুন বলে ভাল বল করে আইপিলে প্রথম উইকেট নিয়ে দলকে জেতাতে পেরে খুশি অর্জুন তেন্ডুলকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version