আইপিএল
IPL 2022: এবারের আইপিএলে অন্য কোহলিকে দেখবেন, বিপক্ষদের সাবধান করলেন তার এই সতীর্থ
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার পরে বিরাট কোহলি এখন অনেক ‘চাপমুক্ত’ বলে মনে করেন আইপিএলে তার দলের সতীর্থ তথা অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি মনে করেন এই টুর্ণামেন্টে কোহলি অনেক বেশি ভয়ডরহীন ভাবে মাঠে খেলতে নামতে পারবেন।
এই ব্যাপারে ম্যাক্সওয়েল বলেন,”কোহলি এটা ভালোমতো জানে যে এতদিন কত বড় একটা বোঝা ওর মাথার উপরে ছিল। এই কারণেই ও নেতৃত্ব ছেড়েছে। হয়তো এটার কারণেই ও সে ভাবে পারফর্ম করতে পারছিল না। এখন সেই চাপটা সরে যাওয়ায় অনেকটাই ভারমুক্ত। সেটা কিন্তু বিপক্ষের জন্য ভয়ঙ্কর খবর।”
ম্যাক্সওয়েল খুশি যে কোহলি এবারে তার খেলা অনেক বেশি উপভোগ করে খেলতে পারবেন।”এখন কোহলিকে দেখলে অনেক বেশি শান্ত এবং সুস্থির লাগে। আগে ওর বিরুদ্ধে যখন খেলেছি, তখন ও ভয়ঙ্কর প্রতিপক্ষ ছিল। মুখের উপর জবাব দিত। ম্যাচে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করত।”
সবশেষে তিনি বলেন,”কোহলি এখন নিজের আবেগকে অনেক বেশি নিয়ন্ত্রণে রাখে। এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোহলি অনেক বেশি পরিণত হয়েছে। আর এটা আমাকে বেশ অবাক করেছে। আমরা দুজনে দুজনকে খুব ভাল চিনি। ওর সঙ্গে ম্যাচ নিয়ে অনেক ভাল কথাবার্তা হয়।”
আইপিএল
IPL 2025: কেকেআর ছাড়বেন শ্রেয়স? রিটেনশন তালিকা তৈরি করতে হিমসিম খাচ্ছে কেকেআর…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরসুম শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম একাদশের সকল ক্রিকেটাররাই দুর্দান্ত প্রদর্শন করেছিলেন। কেকেআর ম্যানেজমেন্ট চায় সেই চ্যাম্পিয়ন দলকেই ধরে রাখতে। কিন্তু l সমস্যা রয়েছে এখানেই। আইপিএলের মেগা নিলামের আগে গতবারের থেকে মাত্র ৬ জন ক্রিকেটারকেই রিটেন করা যাবে। যার ফলে রিটেনশন তালিকা তৈরি করতে হিমসিম খাচ্ছে ম্যানেজমেন্ট। তবে আসল প্রশ্ন হল আদৌ কি অধিনায়ক শ্রেয়স খেলতে চাইছেন এই মরশুম কেকেআরে। একাধিক দলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যার ফলে নিলামে যেতে চাইছেন তিনি।
তবে শ্রেয়সকে ছাড়তে নারাজ কেকেআর। শোনা যাচ্ছে তাঁর জন্য আরটিএমও ব্যবহার করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। গত মরশুম অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট ভাল পারফর্ম করেছিলেন শ্রেয়স। অপরদিকে যে কোনও মূল্যে রিঙ্কু সিংকে রিটেন করবে কেকেআর। থেকে যাবেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরাও। আনক্যাপড ক্রিকেটার হিসেবে রয়েছেন নীতিশ রানা এবং রমনদীপ সিংহ। এছাড়াও রিটেন করা হতে পারে বরুণ চক্রবর্তীকেও।
অপরদিকে যা খবর, তাতে রিটেন হচ্ছেন না আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানুল্লা গুরবাজ। এছাড়াও ফিল সল্ট, মিচেল স্টার্ক, ভেঙ্কটেশ আইয়াররাও ছিলেন গতবারের জয়ের অন্যতম কান্ডারী। ফলে তাদেরকেও ধরে রাখতে চায় ম্যানেজমেন্ট। তবে সেটা সম্ভব নয়। অনেক ক্রিকেটারকেই নিলাম থেকে কিনে দলে ফেরানোর চেষ্টা করতে হবে। যদি তাদেরকে দলে না পাওয়া যায় তাহলে অন্য বিকল্পের কথা ভাবতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে।
আইপিএল
IPL 2025: ফের আরসিবির অধিনায়ক হচ্ছেন বিরাট? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন আইপিএলে আসতে চলেছে নতুন চমক। ক্রিকেট মহলে জল্পনা ফের আরসিবি অধিনায়ক হিসাবে ফিরতে পারেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে যোগ্য কাউকে না পেলে হয়ত কিং কোহলির কাঁধেই উঠবে বেঙ্গালুরুর অধিনায়কত্বের ব্যাটন। যদিও টানা ব্যর্থতার জন্যই ২০২১ সালে আরসিবির অধিনায়কত্ব ছেড়েছিলেন কোহলি। এবারে সেই দায়িত্ব আবার নিতে রাজি হবেন কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি।
এত বছর আইপিএল খেললেও আজ পর্যন্ত ট্রফি জয়ের স্বাদ পাননি বিরাট কোহলিরা। যার ফলে এই মরশুম ট্রফি খরা কাটাতে, মেগা নিলামে ঢেলে দল সাজাতে চাইছে আরসিবি ম্যানেজমেন্ট। তাছাড়া বিগত তিনটি মরশুম অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন ফাফ ডু প্লেসিস। তাঁরও বয়স বাড়ছে। যার ফলে সম্ভবত রিটেন করা হবে না তাঁকে। আরসিবি ম্যানেজমেন্ট অধিনায়ক হিসেবে কথাবার্তা চালিয়েছিল শুভমন গিলের সঙ্গে। তবে গুজরাত টাইটানস তাকে ছাড়তে চাইছে না বলেই খবর।
টানা ব্যর্থতার জেরে ২০২১ সালে, আচমকাই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব ছাড়েন বিরাট। কিন্তু তার পরেও পারফরমেন্সে কোনও উন্নতি হয়নি আরসিবির। তবে ম্যানেজমেন্ট মনে করে আগে ভারতের জাতীয় দলে তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন বিরাট। তবে তিনি সেখান থেকেও সরে দাঁড়ানোয় এখন অনেকটাই চাপমুক্ত তিনি। হালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন। তাই জন্য নতুন করে আরসিবির অধিনায়কের দায়িত্ব হয়ত নিয়ে নেবেন কোহলি। তবে সবটাই নির্ভর করছে নিলামে নতুন কাউকে আরসিবি অধিনায়ক হিসেবে দলে নিতে পারছে কিনা তার উপরে। তবে সেই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজনের। তাদের মধ্যে কাকে পাওয়া হবে সেই নিয়েও প্রশ্ন রয়েছে ম্যানেজমেন্টের। অবশেষে যদি কাউকেই না পাওয়া যায়, তাহলে অধিনায়কের দায়িত্ব নেওয়ার কথা বলা হবে বিরাট কোহলিকেই।
আইপিএল
IPL 2025: পুরানো দলেই ভরসা রাখতে চায় গুজরাট টাইটান্স
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথমবার আইপিএল খেলতে নেমে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম বছরেই খেতাব জিতেছিল গুজরাট টাইটান্স। তার পরের বছরেও রানার্স হয় তাঁরা। যদিও তারপরেই দলে আসে এক অদ্ভুত পরিবর্তন। চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বছরে রানার্স-আপ করা অধিনায়ক হার্দিক দল ছেড়ে চলে যান নিজের পুরানো দল মুম্বই ইন্ডিয়ান্সে। ফলে অধিনায়কের দায়িত্ব নেন তরুণ ক্রিকেটার শুভমন গিল। যদিও প্রথম মরশুমে আশানুরূপ ফল করতে পারেনি তাঁর দল। তবে আসন্ন মরশুমে গিল না রশিদ খান; কে হবেন নতুন অধিনায়ক সেই নিয়েও জল্পনা চলছে।
শোনা যাচ্ছে অধিনায়কের পদে এবারেও গুজরাটের প্রথম পছন্দ হতে চলেছেন শুভমন গিলই। যদিও মহানিলামের আগে, গত মরশুমের দলটাকেই ধরে রাখতে চাইছে গুজরাট। এছাড়াও দলের অভিজ্ঞ আফগান স্পিনার রশিদ খানকেও ধরে রাখতে চায় গুজরাট ম্যানেজমেন্ট। তবে এখানে একটা সমস্যা রয়েছে। সেটি হল, প্রথম রিটেনশন ক্রিকেটারকে সর্বোচ্চ ১৮ কোটি টাকা দেওয়া যাবে এবং দ্বিতীয় রিটেনশনে সেটি হবে ১৪ কোটি। তাতে কে হবেন প্রথম রিটেনশন ক্রিকেটার, এটাই দেখার বিষয়। তাছাড়া সাই সুদর্শন এবং আইপিএলে ধারাবাহিকভাবে নজর কাড়া রাহুল তেওয়াটিয়াকেও রিটেন করবে গুজরাট।
প্রথমে মহম্মদ শামিকে রিটেন করার সম্ভাবনা থাকলেও এখন তাঁর চোট নিয়ে ধোঁয়াশা থাকায়; তাকে রিটেন না করার সম্ভাবনা প্রবল ম্যানেজমেন্টের। তবে বাংলার তারকা কিপার ঋদ্ধিমান সাহাকে রিটেন করা হবে না বলেই জানা যাচ্ছে। আইপিএলে আসার পর থেকে স্পেনসার জনসন, নুর আহমেদ এবং মোহিত শর্মারা দলকে সাফল্য দিয়ে এলেও, শোনা যাচ্ছে তাদেরকেও ধরে রাখতে চাইছে না গুজরাট দল।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি