ক্রিকেট
বেসরকারি টেস্টেও চুনকাম ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে টেস্টে চুনকাম হয়েছে রোহিত-কোহলিরা। এবারে অজি ভূমিতে বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে ০-২ ব্যবধানে সিরিজ হারতে হয় ভারত ‘এ’ দলকে। চরম ব্যার্থ কে এল রাহুল। সেসবের মাঝেও অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শনদের পারফরম্যান্স কিছুটা স্বস্তি দিচ্ছে ভারতীয় শিবিরকে। বোলাররা লড়াই চালালেও শেষে ৬ উইকেটে হারতে হয় রুতুরাজের দলকে।
এর আগে প্রথম বেসরকারি টেস্টে ভারত ‘এ’ দল হেরেছিল ৭ উইকেটে। এই হারের পরেই তড়িঘড়ি অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হয় কে এল রাহুল এবং ধ্রুব জুরেলকে। আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেখানে গিয়ে মাত্র ১৪ রান করেন অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল। চার ইনিংসে মাত্র ১৬২ রান রান করেন দুজনে। যদিও এই রানের মধ্যে এক ১৪৮ রান করেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল। অপরদিকে প্রথম ইনিংসে ব্যার্থ হলেও দ্বিতীয় ইনিংসে তনুশ কোটিয়ান করেন ৪৪ রান।
প্রথম বেসরকারি টেস্টের দুটো ইনিংসে ভারতীয়রা করেছিলেন যথাক্রমে ১০৭ ও ৩১২ রান। তবে দ্বিতীয় ইনিংসে সাই সুদর্শনের ১০৩ রান এবং দেবদত্ত পাডিক্কলের ৮৮ রানের সুবাদে ২২৯ রান করে ভারত। অস্ট্রেলিয়ার কাছে জয়ের লক্ষ্য ছিল ১৬৮ রানের। সেখানে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন স্যাম কোনস্টাস। বিউ ওয়েবস্টেরও খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস। কিন্তু শুরুতে মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলীয়া ‘এ’। তবে এই দুই ব্যাটারের যুগলবন্দীতে জয় তুলে আনতে সক্ষম হয় আয়োজকরা। অপরদিকে বিপজ্জনক মনে হওয়া খলিল আহমেদকে ৪ ওভারের বেশি বল করালেন না রুতুরাজ।
সাদা বলের ক্রিকেটে দারুন প্রদর্শন করছে ভারত। শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়ে সিরিজ শুরু করে সূর্যকুমার যাদবের দল। তবে লাল বলের ক্রিকেটে মুখ থুবড়ে পড়তে হচ্ছে ভারতকে। দেশের মাটির পর এবারে বিদেশের মাটিতেও তার অন্যথা হলোনা। এবারে দেখার কত দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয় ভারত।
ক্রিকেট
ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে মহম্মদ শামির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চোট সারিয়ে রঞ্জি ট্রফিতে চুটিয়ে খেলেছেন ভারতের তারকা জোড়ে বোলার মহম্মদ শামি। এই মুহূর্তে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে রাজকোটে রয়েছেন তিনি। তবে এখন বড় প্রশ্ন হল কবে তিনি সুযোগ পাবেন ভারতের বর্ডার-গাভাস্কার ট্রফির দলে। খবর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রীড়াবিজ্ঞানের পর্যবেক্ষনে রয়েছেন শামি। সেই রিপোর্ট দেখেই বোঝা যাবে কবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন তিনি।
বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে এই মুহূর্তে রাজকোটে রয়েছেন মহম্মদ শামি। টি-টোয়েন্টি ম্যাচে খেলার কারণে এই মুহূর্তে টেস্ট ম্যাচের চাপ কতটা নিতে পারবেন তিনি সেখানে একটা প্রশ্ন রয়েছেই। সেটা দেখার জন্য এনসিএ-র ট্রেনার নিশান্ত বরদলৈর কঠোর পর্যবেক্ষনে রয়েছেন তিনি। তার দেওয়া নির্দিষ্ট অনুশীলন ম্যাচের আগে বা পরে মানছেন শামি। এছাড়াও প্রধান হিসেবে বোর্ডের স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান নীতিন প্যাটেল রয়েছেন এই দলে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, “শামিকে পর্যবেক্ষণ করবেন এনসিএ-র দল। টেস্ট ম্যাচের জন্য কতটা শারীরিক চাপ নিতে পারছেন শামি, সেটার উপর নজর রাখবেন তারা। সেটার উপরই নির্ভর করবে, তাঁকে টেস্ট দলে ডাকা হবে কিনা”।
রঞ্জি ট্রফিতে টানা বল করার জন্য ভাবা হয়েছিল হয়ত দ্রুত অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে উড়ে যাবেন শামি। তবে শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাছাড়া জাতীয় দলে ফিরতে হলে আইসিসির তরফ থেকে ফিট হওয়ার পাশাপাশি ওজন কমানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে শামিকে। কারণ সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণে চোটের হাত থেকে শামিকে দূরে রাখতে চাইছে বোর্ড। এবারে দেখার ঘরোয়া ক্রিকেটে ভাল প্রদর্শন করে কত দ্রুত জাতীয় দলে ফেরেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট
NZ vs ENG: প্রথম টেস্টে জয় পেল ইংল্যান্ড
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে ভরতে এসে সহজেই টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। কিন্তু নিজেদের ঘরের মাঠে এবার ইংল্যান্ডের সামনে থেমে গেল টম লাথামরা। কিউয়িদের বিরুদ্ধে ৮ উইকেটে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। তারই সঙ্গে জোড়া রেকর্ডও তৈরি হল এই টেস্টে।
টসে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে প্রথম ব্যাটিং করে ৩৪৮ রানে গুটিয়ে যায় কিউয়ি ইনিংস। তার জবাবে ৪৯৯ রান করে বড় রানের লিড তোলে ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৫৪ রানে। ১০৪ রানের লক্ষ্য নিয়ে মাত্র ১২.৪ ওভারেই সেই রান তুলে ফেলেন জো রুটরা। ৫০ রানে অপরাজিত থাকেন জেকব বেথেল। ২৩ রান করেন জো রুট। এর পাশাপাশি শচীন তেণ্ডুলকরের ১৬২৫ রানের রেকর্ডকে পেছনে ফেলে ১৬৩০ রানে পৌঁছে গেলেন রুট। যার ফলে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় ইংল্যান্ড। অপরদিকে দুই ইনিংসে মোট ১০ উইকেট তুলে ম্যাচের সেরা হলেন ইংল্যান্ড বোলার ব্রাইডন কার্স। এর আগে এই নজির ছিল নিউজিল্যান্ডেরই। সেই রেকর্ড ভেঙে মাত্র ১২.৪ ওভারে সেই রেকর্ড ভেঙে দিলেন বেন স্টোকসরা।
অপরদিকে প্রথম টেস্টে হেরে ১২টি টেস্টে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের চার নম্বরেই রয়ে গেল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম স্থানে রয়েছে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: পার্থে জয়ের পরেই দেশে ফিরছেন গৌতম গম্ভীর। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে ভারত। বুমরাহ, কোহলি, যশস্বীদের দুরন্ত প্রদর্শনে পার্থে অস্ট্রেলিয়াকে দুরমুশ করেছে গৌতম গম্ভীরের ছেলেরা। টিম ইন্ডিয়ার এই দুরন্ত প্রদর্শনে মাতোয়ারা সকল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তারই মাঝে হঠাৎই দেশে ফিরেছেন টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর।
ভারতের হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হতে হয় ভারতকে। তারপর থেকেই গম্ভীরকে নিয়ে উঠেছিল প্রশ্ন। শোনা যাচ্ছিল বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভাল ফল না করতে পারলে চাকরি পর্যন্ত যেতে পারে তাঁর। যদিও অজি ভূমিতে প্রথম টেস্ট জিতে সেই সমালোচনা কিছুটা হলেও ধামাচাপা পড়েছে। তবে পার্থে টেস্টে জয়ের পরেই দেশে ফিরে আসছেন কোচ গৌতম গম্ভীর। যা খবর তাতে পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণেই দেশে ফিরছেন তিনি। আগামী টেস্ট ম্যাচটি রয়েছে ডিসেম্বরের ৬ তারিখ। এই টেস্ট ম্যাচটি খেলা হবে এডিলেডে, তাও আবার গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ। গতবারের অস্ট্রেলিয়া সফরে এই এডিলেডের মাঠেই মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার একটা কলঙ্ক রয়েছে টিম ইন্ডিয়ার। তবে যা খবর তাতে ডিসেম্বরের ৩ তারিখেই দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর। ফলে দ্বিতীয় টেস্টে নামার আগে ২ থেকে ৩ দিন হাতে সময়ও পেয়ে যাবেন তিনি। আপাতত গম্ভীরের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন গম্ভীরের সহকারীরাই।
-
আইএসএল12 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল1 year ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি