আইপিএল
IPL 2022: এই তারকা ক্রিকেটারকে না রেখে কি খুব বড় ভুল করল মুম্বই ইন্ডিয়ান্স?
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এবারে অংশ নেওয়া দশটি দলই ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে। আর এর মাঝেই পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি মনে করেন যে মুম্বই এবারের নিলামে একটা খুব বড় ভুল করে ফেলেছে।
তিনি মনে করেন যে এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্টকে নিলামে না কিনে খুব বড় ভুল করেছে। শেষ কয়েকটি মরশুমে জসপ্রীত বুমরাহ এবং বোল্ট জুটি বহু ম্যাচ জিতিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। তবে এবারে সেই ট্রেন্ট বোল্টের জন্য মুম্বই আশ্চর্যজনকভাবে বিডও করেনি।
এবারে ট্রেন্ট বোল্টকে সই করিয়েছে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। তাকে ৮ কোটি টাকার বিশাল অর্থ দিয়ে কিনেছে তারা। প্রসঙ্গত ২০২০ মরশুমে বোল্ট মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনবদ্য বোলিং করেছিলেন। সেবার তিনি ২৫টি উইকেট নিয়েছিলেন। তবে মুম্বইয়ে এবারে বেশ কয়েকজন ভাল বোলারও রয়েছেন। তারা হলেন ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, জয়দেব উনাদকট এর মত বোলাররা।
এর পাশাপাশি তিনি মনে করেন যে মুম্বইয়ের হয়ে অভিজ্ঞ কায়রন পোলার্ডের ভূমিকা এবারের মৌষসুমে খুবই গুরুত্বপূর্ণ। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ২৭ মার্চ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের।