আইপিএল

IPL 2022: আইপিএল শুরুর আগে দীপক চাহার, রুতুরাজ গায়কোয়াড়ের চোটের আপডেট কী?

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আইপিএলের মেগা নিলামে গত ফেব্রুয়ারি মাসে ১৪ কোটি টাকার বিশাল অর্থ দিয়ে দীপক চাহারকে দলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তিনি এবারের আইপিএলে সিএসকের সবথেকে দামি এবং আইপিএলের দ্বিতীয় সবথেকে দামি ক্রিকেটার। তবে আইপিএল শুরু হওয়ার আগেই তিনি আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে উঠে গেছে প্রশ্ন।

চাহার সদ্য সমাপ্ত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় নিজের ডান কোয়াড্রিসেপসে চোট পেয়েছিলেন। এর ফলে নির্বাচকরা তাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও দলে রাখেননি। আর তার যেরকম চোট হয়েছে তাতে তিনি আইপিএলের প্রথম ভাগে আদৌ খেলতে পারবেন কিনা সে ব্যাপারে তার ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস যথেষ্ট সন্দিহান। প্রসঙ্গত ৮ সপ্তাহের জন্য তিনি ইতিমধ্যেই ক্রিকেটের মাঠ থেকে ছিটকে গিয়েছেন। তবে তার বর্তমান পরিস্থিতি কি সে ব্যাপারে বিসিসিআই এখনও কোনও রকম আপডেট দেয় নি।

অন্যদিকে চেন্নাইয়ের আরও একটি খারাপ খবর হল তাদের ওপেনার এবং গত বছরে সর্বোচ্চ রান সংগ্রাহক রুতুরাজ গায়কোয়াড়। তার হাতে চোট থাকায় শ্রীলঙ্কার টি টোয়েন্টি থেকে তার পরিবর্তে দলে নেওয়া হয় ময়ঙ্ক আগরওয়ালকে। আসন্ন আইপিএলে সিএসকের প্রথম ম্যাচ গতবারের রানার্স-আপ কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে। ২৬ মার্চ। আর সিএসকে ম্যানেজমেন্ট চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই দুই ক্রিকেটারকে। যাতে সুস্থ করে তোলা যায়।

এই ব্যাপারে প্রশ্ন করা হলে সিএসকে সিইও কাশী বিশ্বনাথ, এই দুজন খেলোয়াড় কে নিয়ে একটি বড় আপডেট দিয়েছেন।। পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বনাথন জানান,”আমাদের কাছে ওদের বর্তমান ফিটনেস নিয়ে কোনও খবর নেই। ওরা যখন স্কোয়াডে যোগ দেবে তখন আমরা এ বিষয়ে কথা বলতে পারব ‌।”তিনি আরও যোগ করেছেন,”বিসিসিআইয়ের তরফ থেকে আমাদের সঙ্গে কথা বলা হয়েছে। ওরা দুজন যখনই ম্যাচ ফিট হবে, তৎক্ষণাৎ বিসিসিআই আমাদের জানিয়ে দেবে। বর্তমানে দুজনেই এনসিতে রিহ্যাব করছেন। সেখানে তারা ফিটনেস পরীক্ষা দিয়ে তবেই খেলার ছাড়পত্র পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version