আইপিএল
IPL 2022: ধোনির পরে সিএসকের ব্যাটন যেতে পারে কার হাতে? মুখ খুললেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আর কয়েক দিনের অপেক্ষা, আর তারপরেই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২। এবারে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। চারবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে এবারে তাদের খেতাব ধরে রাখার জন্য লড়াই করতে নামবে। তবে এখন থেকেই কিছু প্রশ্ন সিএসকে সমর্থকদের মাথায় ঘুরছে।
সেই ২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ইতিমধ্যেই তার বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় অনেকেই মনে করছেন এ বছরই হয়তো ধোনি শেষবারের মতো আইপিএলে নামতে চলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এরপর তাহলে দলের ব্যাটন কার হাতে যাবে? এই ব্যাপারে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেন,”দেখুন কাউকে তৈরি করার সুযোগ তো অবশ্যই রয়েছে। কিন্তু প্রশ্ন হলো সেটা কিভাবে করা হবে। টুর্নামেন্টের শুরুতে যে কোন ক্রিকেটারের নামের পাশে ভাইস ক্যাপ্টেন লিখে দেওয়া টা খুব সহজ কাজ। তবে সেই ব্যক্তি আদৌও গুরুত্বপূর্ণ কোনও মতামত বা পরামর্শ দিচ্ছেন কিনা, সেটা দেখাটাও তো জরুরি।”
তবে আকাশ এরপরে কোন দুজন ক্রিকেটার সিএসকে অধিনায়কের পদে আসতে পারেন তা জানিয়েছেন আকাশ। তিনি বলেন,”রবীন্দ্র জাদেজা এবং মঈন আলি নিঃসন্দেহে সিদ্ধান্ত নেবে যে গ্রুপ, সেই গ্রুপের অংশ হতে পারেন, তবে ধোনির উপস্থিতিতে ওইটুকুই সম্ভব। রবীন্দ্র জাদেজা হয়তো সবথেকে সোজা বাছাই, ওকে তো ধোনির থেকেও বেশি টাকা দিয়ে রিটেন করা হয়েছিল। তবে ওকে কি এই আইপিএলে গ্রুম করতে দেখা যাবে? আমার তো মনে হয়না।”