আইপিএল
IPL 2022: কবে সিএসকে শিবিরে যোগ দিচ্ছেন মইন আলি? কেকেআরের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে চিন্তায় সিএসকে…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বুধবার আইপিএলের শেষ দল হিসেবে নিজেদের জার্সি প্রকাশ করল গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আইপিএলের নতুন দল লখনৌ সুপার জায়েন্টস মঙ্গলবার নিজেদের নতুন জার্সি প্রকাশ করার পরে আর বাকি ছিলেন ধোনিরা। সিএসকে জার্সিতে তেমন কোন বড় পরিবর্তন না আসায়, আলোচনা শুরু হয়েছে অন্য ব্যাপার নিয়ে। ২৬ মার্চ চলতি আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে সিএসকে এর প্রথম একাদশ কি হবে সেই নিয়ে আলোচনার তুঙ্গে।
প্রসঙ্গত ভিসা সমস্যার কারণে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি এখনও ভারতে এসে পৌঁছতে পারেননি। আর সেই কারণেই তাকে প্রথম ম্যাচে পাবেনা সিএসকে শিবির। তাকে প্রথম ম্যাচ খেলতে হলে বুধবারের মধ্যে চেন্নাই শিবিরে যোগ দিতে হত। এখন প্রশ্ন, মইনের জায়গায় প্রথম একাদশে কে খেলবেন? জানা যাচ্ছে তার জায়গায় কেকেআরের বিরুদ্ধে খেলতে পারেন ডেভন কনওয়ে।
এছাড়া চেন্নাই সুপার কিংস এর সব থেকে দামি খেলোয়াড় দীপক চাহারের জায়গায় খেলবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। অন্যদিকে রুতুরাজ গায়কোয়াড়ের কী পরিস্থিতি, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সব মিলিয়ে ২৬ মার্চ কেকেআর-এর বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও চাপেই থাকবে ধোনির সিএসকে।