আইপিএল
IPL 2022: আরসিবি ক্যাম্পে যোগ দিয়ে নতুন অধিনায়ক নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে নিজের ফ্রাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলের একেবারে প্রথম মরশুম থেকে আরসিবির সঙ্গে রয়েছেন কোহলি। ২০১৩ সালে প্রথম তিনি দলের নেতৃত্ব পান এবং ২০২১ মরশুম পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন। এ বছর থেকে তিনি আরসিবিতে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে খেলবেন বলেই জানিয়েছেন।
শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পরে পরিবারের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটানোর পরে অবশেষে আরসিবি শিবিরে যোগ দিয়েছেন কোহলি। তাঁর বক্তব্যের ভিডিয়ো নেট মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে আরসিবি।
সেখানে কথা বলতে গিয়ে নিজের আইপিএল খেলা নিয়ে কোহলি বলেন,”অবিশ্বাস্য লাগছে। আবার আইপিএল চলে এল। নেতৃত্ব ছাড়ার পর নতুন শক্তি নিয়ে দলের সঙ্গে যোগ দিলাম।
নেতৃত্ব ছাড়ার পরে তার জীবন কেমন চলছে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,”নেতৃত্ব ছাড়ার পরে আমার দায়িত্ব এবং কর্তব্য অনেকটাই কমেছে। বর্তমানে খুব ভাল জীবন কাটাচ্ছি। আমার পরিবার হয়েছে, সন্তান রয়েছে। আমার কাছে জীবন এখন বেশ আনন্দের। খুশিতে ভরা। সন্তানের বড় হওয়া দেখতেও আমার দারুণ লাগছে।”
এবারে আসন্ন আইপিএলে নিজের লক্ষ্যের ব্যাপারে একেবারে পরিস্কার রয়েছেন কোহলি।”আমার ফোকাস খুব পরিস্কার এবং আগের থেকে ছোট। জানি আমাকে কী করতে হবে। মজায় আছি। মাঠে নেমে উপভোগ করছি। এই দলের জন্য নিজের সবটা দেব। অনেক বছর পর বেশ চাপমুক্ত লাগছে,” বলেন কোহলি।
দলের নতুন অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে নিয়ে তিনি বলেন,”নিলামে ফ্যাফকে পাওয়া থেকেই আমাদের পরিকল্পনা খুব পরিস্কার। সাজঘরে আমাদের এমন এক জন নেতা দরকার ছিল যে দাবি ছাড়াই যথেষ্ট শ্রদ্ধা পাবে। নেতৃত্ব দেওয়ার কাজটা ও আগেও করেছে।”