আইপিএল

IPL 2022: নিজের ক্রিকেট জীবনের উত্থান-পতন নিয়ে স্মৃতিমেদুর উমেশ…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে তিনি ছিলেন ভারতীয় দলের সব থেকে বেশি উইকেট শিকারী, তারপর হঠাতই কার নজর লাগে এবং পতনের দিকে যেতে থাকে উমেশ যাদবের ক্রিকেট কেরিয়ার।

চলতি আইপিএলে একেবারে প্রথম থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার উমেশ। বর্তমানে তিনি পার্পেল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন। নিজের জীবন সম্বন্ধে কথা বলতে গিয়ে ইমেজ বলেছেন যে ক্রিকেট জীবনে তার সাথে যেভাবে ওঠাপড়া হয়েছে তাতে তিনি বেশ খানিকটা অবাক হয়েছিলেন। তিনি বলেন,”২০১৪ সালে (কেকেআরের সাথে) আইপিএল ট্রফি জেতার পর,আমার জীবনের পরবর্তী বড় মুহূর্ত ছিল ২০১৫ বিশ্বকাপ। আমি যে ধরনের উইকেট পেয়েছিলাম তাতে আমি ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলাম।তাই আমার সাদা বলের আসল যাত্রা সেখান থেকেই শুরু হয়েছিল।”

যদিও সেই পারফরম্যান্সের পরেও উমেশকে কিছু সময়ের জন্য ভারতীয় একদিন এবং টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এই বিষয়ে বলতে গিয়ে উমেশ জানান,”আমার কেরিয়ার গ্রাফ যখন নীচের দিকে নামছিল তখন আমার খারাপ লাগছিল। সেই সময়ে আমি ভারতীয় সাদা বলের দলে প্রবেশ করছি আবার বাইরে চলে যাচ্ছি। অনেকেই আমাকে এমন একজন বোলার হিসাবে চিহ্নিত করেছিলেন, যে সাদা বলের বোলার নয়। আমার খারাপ লাগছিল যে হঠাৎ করে অনেক কিছু বদলে গেছে।একটা সময়ে আমি ২০১৫ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলাম। কিন্তু এটা ঠিক আছে, এটাই জীবন, এটা চলতেই থাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version