আইপিএল
IPL 2022: মুম্বইয়ের বিরুদ্ধে জিতে কেকেআর দল নির্বাচন নিয়ে এবারে বোমা ফাটালেন কেকেআর অধিনায়ক শ্রেয়স…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি মরসুমে কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্লে-অফে পৌঁছাবে কিনা তা নিয়ে জল্পনা চলছেই। আর এরই মধ্যে কেকেআরের দল নির্বাচন নিয়ে তিনি যে অসন্তুষ্ট তা পরোক্ষ ভাবে বুঝিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরে তিনি পরিষ্কার জানিয়ে দেন, দল নির্বাচনের ক্ষেত্রে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরও যুক্ত থাকেন। আর তার এই মন্তব্যের পরেই নেট মাধ্যমে ঝড় উঠেছে।
মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পরে শ্রেয়স জানিয়েছেন,”শেষ ম্যাচে বড় হারের ধাক্কা সামলে পরের ম্যাচে জয় ফিরেছে দল এটাই তার ভাল লাগছে। পাওয়ার প্লে-তে আমাদের শুরুটা দুরন্ত হয়েছিল। বেঙ্কি বোলারদের দারুণ ভাবে আক্রমণ করে গেল। ব্যক্তিগত ভাবে আমার ধারণা নতুন ব্যাটারদের পক্ষে ক্রিজে নেমে হাঁকানো মোটেই সহজ ছিল না। বোলিংয়ের সময় আমাদের টার্গেটই ছিল নির্দিষ্ট লাইন লেংথে বল রেখে যাওয়া যাতে ওঁরা মোটেই ফ্রি স্পেস না পায়। ম্যাচের আগে প্লেয়ারদের সঙ্গে কথা বলে বুঝেছি সকলেই এই ম্যাচ জিততে উদগ্রীব ছিল। তবে সব মিলিয়ে আমি সন্তুষ্ট নই। অপাতত জয়ের এই ধারা বজায় রাখতে হবে।”
পাশাপাশি প্রায় প্রতিটি ম্যাচেই কেকেআরের খেলোয়াড় পরিবর্তন নিয়ে গোটা মরসুম জুড়েই প্রবল সমালোচনা চলছে। এই ব্যাপারে কথা বলতে গিয়েই বোমাটা ফাটিয়েছেন কেকেআর অধিনায়ক। তিনি জানান,”প্লেয়ারদের বাদ দেওয়ার বিষয়টি জানানো ভীষণ মুশকিল। কোচ তো বটেই, কিছু কিছু সময়ে সিইও-ও দল গঠনে জড়িত থাকেন। তবে প্রত্যেক ক্রিকেটারই বিষয়টি ভালো ভাবে নেয়। সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে।”
তার এই বক্তব্যের পরেই নানা মন্তব্য শুরু হয়েছে। তার এই মন্তব্যের পরে তাকে আদৌ কেকেআর আগামী মরসুমে দলে রাখবে কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।