আইপিএল

IPL 2022: ধোনিকে ফের সিএসকে অধিনায়ক করা উচিত হয়নি, মনে করেন শেওয়াগ…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি মরসুমে হঠাৎ গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাদের অধিনায়ক বদল করেছে। রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব মাঝপথে ছেড়ে দেওয়ার পরে ফের একবার অধিনায়কত্বের ব্যাটন তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই ধোনিই মরসুম শুরুর আগে অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন। যদিও সিএসকের এই অধিনায়কত্ব পরিবর্তন মানতে পারছেন না প্রাক্তন ভারতীয় ওপেনার তথা কিংবদন্তি ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগ। তিনি জানাচ্ছেন এই সিদ্ধান্ত নিয়ে ভুল করেছে সিএসকে ম্যানেজমেন্ট।

একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,”সিএসকে কর্তৃপক্ষ প্রথমেই ভুল করেছিল ধোনির হাত থেকে অধিনায়কত্ব জাদেজার হাতে তুলে দিয়ে। ওটা একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল। প্রথম থেকে ধোনি এই দলকে পেলে অনেক ভাল ফল হত। চেন্নাইকে পয়েন্ট তালিকার নীচের দিকে থাকতে হত না।

তিনি আরও যোগ করেছেন,” সিএসকের কোনওরকম নির্দিষ্ট প্রথম একাদশ নেই। টুর্নামেন্টের প্রথম দিকে রুতুরাজ সেভাবে রান পায়নি। এছাড়া ওদের টপঅর্ডার গোটা টুর্নামেন্ট জুরে ঠিকমতো খেলতে পারেনি, ফলে গোটা দলটাই কেমন দিশেহারা হয়ে যায়। “

বুধবারের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে সিএসকের হার নিয়ে বলতে গিয়ে শেওয়াগ বলেন,”দেখুন ধোনির উইকেটটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। যখন আপনি হ্যাজলউডের বিরুদ্ধে ব্যাট করছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে ও ইয়র্কার বা বাউন্সার বল করে না। ও নিজের বলেন লেনথ এমন রাখে যাতে ওর বিরুদ্ধে শট খেলা কঠিন হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version