আইপিএল

IPL 2022: পঞ্জাবের বিরুদ্ধে দলকে জিতিয়ে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্টকে বার্তা রাসেলের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট করতে নামার আগে দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল বুঝতে পারেন না যে তাকে ঠিক কোন জায়গায় ব্যাট করতে হবে। গত ম্যাচে অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিনি ব্যাট করতে নেমেছিলেন ৮ নম্বরে। সেই ম্যাচে রাসেল দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন, তবে সেদিন দল হেরে যায়। এরপরে শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ নম্বরে ব্যাট করতে নামেন রাসেল। সেই সময় কেকেআর ৫১ রানে ৪ উইকেট খুইয়ে রীতিমতো ধুঁকছে। সেখান থেকে পুরোপুরি একার হাতে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন রাসেল এবং ৩৩ বল বাকি থাকতে কেকেআরকে পঞ্জাবের বিরুদ্ধে বিশাল জয় এনে দেন। আর তারপরেই ম্যানেজমেন্টের এক বিশেষ বার্তা দিলেন রাসেল।

তিনি ঠিক কত নম্বরে ব্যাট করা পছন্দ করেন তা নিয়ে দলকে একটি ধারণা দিয়ে রাখলেন ‘ড্রে রাস’। ম্যাচ জেতানো ইনিংস খেলার পরে রাসেল বলেন,”দারুন লাগছে। ঠিক এই কারণেই আমরা এই খেলায় অংশ নি। তাই সেই জায়গায় (ব্যাটিং অর্ডারে), আমি জানি আমি কী করতে পারি।’ রাসেল আরও যোগ করেন, “স্যাম-এর মতো একজন ক্রিজে থাকায় ভালো হয়েছিল। সে স্ট্রাইক রোটেট করতে পারে এবং দলকে কঠিন সময়ে সাহায্য করতে পারে। একবার আমি ঘামতে শুরু করলে, আমি শুধু নিজেকে বলেছিলাম, এবার আমি মারতে শুর করব। আমি আমার ক্ষমতা জানি এবং তার উপর বিশ্বাস রাখি। আজ রাতে আমি সেটাই করেছি। দলকে জেতাতে পেরে আমি খুশি। দলের যা প্রয়োজন তাই করতে পেরে আমি খুশি।”

ম্যাচের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে রাসেল বলেন,”আমাদের বেশ কয়েকটা উইকেট পড়ে গিয়েছিল। আমার পরে ব্যাট করতে আসার কথা ছিল সুনীল এবং অন্যান্য বোলারদের। সে কারণে আমি জানতাম যে আমাকে এবং বিলিংসকে একটা পার্টনারশিপ করতে হবে। আমি তাই স্যামকে বলি,’শোনো, কয়েক ওভার ব্যাট করে দেখি কী হয়।’ কিন্তু আমরা তার আগেই মারতে শুরু করেছিলাম। কারণ বাঁ-হাতি অর্থোডক্স বোলারের বল ঘুরছিল না এবং পিচে কিছুই ঘটছিল না। তাই আমি এক প্রান্ত থেকে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং অন্য প্রান্ত থেকে সিঙ্গেল পেতে চেয়েছিলাম। চাহার অবশ্য দারুণ বোলিং করছিল, বল গ্রিপ করছিল। আমরা তাই ওর বিরুদ্ধে বেশি সুযোগ নিতে চাইনি। আমরা জানতাম অন্য বোলারদের টার্গেট করে আমরা সহজেই জিতে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version