আইপিএল
IPL 2022: পন্থদের খেলা দেখে কী করেছিলেন পন্টিং?
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি আইপিএলে পয়েন্ট টেবিলে খুব একটা ভাল জায়গায় নেই ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। বর্তমানে তারা রয়েছে সাত নম্বর স্থানে। এরই মাঝে গত রাজস্থান ম্যাচে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন দিল্লির অধিনায়ক। আর সেই ম্যাচ হোটেলের ঘরে বসে দেখতে গিয়ে প্রচন্ড রেগে গিয়েছিলেন দলের হেড কোচ রিকি পন্টিং। তার এতটাই রাগ উঠে গিয়েছিল যে তিনি দেওয়ালে তিন-চারটি রিমোট ছুঁড়ে ভেঙে দিয়েছিলেন।
সেই ম্যাচে পরিবারের এক সদস্যের করোনা পজিটিভ আসায় ম্যাচে দিল্লির ডাগআউটে উপস্থিত ছিলেন না পন্টিং। হোটেলের ঘরে নিভৃতবাস কাটানোর সময় ম্যাচটি দেখেন তিনি। আর এই ম্যাচ দেখার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পন্টিং বলেন,”আমি মনে মনে প্রচন্ড হতাশ হয়ে পড়েছিলাম। তখন মাথা ঠিক না থাকায় অন্তত তিন চারটে রিমোট ভেঙ্গে ফেলেছিলাম। কতগুলো বোতল যে রাগের চোটে দেওয়ালে ছুড়েছিলাম তা বলতে পারব না। কোচ হিসেবে সাইডলাইনে বসে মাঠে যা হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে না পারা এক রকম অনুভূতি। কিন্তু মাঠে না থাকলে সেটা আরও হতাশাজনক।”
যদিও ইতিমধ্যেই নিভৃতবাস কাটিয়ে দিল্লি দলের সঙ্গে যোগ দিয়েছেন পন্টিং। বৃহস্পতিবার তার দল মুখোমুখি হবে লিগ টেবিলে আরেক নিচের দিকের দল কলকাতা নাইট রাইডার্সের। নিজের দলের খারাপ পারফরম্যান্স কেন হচ্ছে তা নিয়ে কথা বলতে গিয়ে পন্টিং বলেন,”ম্যাচের বেশিরভাগ সময়টা আমরা নিয়ন্ত্রণ করছি। কিন্তু দু’-তিন ওভারে গিয়ে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সেটাই ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে। ঠিক করেছিলাম মরসুমের প্রথম দিকে অতিরিক্ত অনুশীলন করব না। কিন্তু এখন আমাদের দলে ধারাবাহিকতা নেই। সেই ছন্দটা আনতে হবে।”