আইপিএল
IPL 2022: এই মরশুমের প্রথম ম্যাচ জিতার পরে থেকে অধিনায়কত্ব শিখতে চাইছেন জাদেজা?
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি মরশুমে টানা চার ম্যাচ পর পর হারের পরে অবশেষে জয়ের মুখ দেখল রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার তারা হারিয়ে দেয় দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আর নিজেদের প্রথম জয় পেয়ে চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাদেজা জানিয়ে দিলেন, এই ম্যাচ থেকেই তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হল। এর সাথে সাথে তিনি এও যোগ করেন যে অধিনায়ক হিসেবে তার এখনও অনেক কিছু শেখার রয়েছে এবং সাহায্যের জন্য এখনও তার সব থেকে বড় ভরসা হলেন মহেন্দ্র সিং ধোনি।
ম্যাচটি জেতার পরে জাদেজা বলেন,” অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম জয় এবং আমি এই জয় আমার স্ত্রীকে উৎসর্গ করছি। এই প্রথম আমাদের গোটা দল খুব ভাল খেলল। ব্যাটাররা তাদের কাজটা এদিন ঠিকঠাক করেছে। রবি এবং শিভম দুরন্ত ব্যাটিং করেছেন, এছাড়াও দলের প্রতিটি বোলার তাদের কাজ নিখুঁতভাবে করেছেন। চারটে ম্যাচ হারলেও দলের মালিক বা ম্যানেজমেন্ট আমার উপর কোনও চাপ দেয়নি।”
তিনি আরও যোগ করেন,”অধিনায়ক হিসেবে আমার এখনো অনেক কিছু শেখা বাকি, আর আমার পাশে সব সময় মাহি ভাই থাকে। আমি প্রতিটা ম্যাচেই অধিনায়ক হিসেবে নিজেকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ড্রেসিংরুমে প্রচুর অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। আজ তাদের সেই অভিজ্ঞতা কাজে লেগেছে। এখন আমাদের মাথা ঠান্ডা রেখে পরের ম্যাচগুলো নিয়ে ভাবতে হবে।”
অন্যদিকে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু’প্লেসি একথা মেনে নিয়েছেন যে রবিন উত্থাপা এবং শিবম দুবেই তাদের এদিন হারিয়ে দিয়েছেন। তিনি বলেন,”খেলা শুরুর সাত-আট ওভাথ আমরা খুব ভালো জায়গায় ছিলাম। তবে ৮-১৪ ওভার স্পিনারদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে দুবে। সে সময় আমরা অনেক রকম ভাবে চেষ্টা করলেও উইকেট নিতে পারিনি। আর পরে ব্যাট করে বড় রান তাড়া করতে গেলে প্রথম চার ব্যাটসম্যানকে দলের ব্যাটিংয়ের ভিতটা গড়ে দিতে হয়। যেটা আমরা এদিন করতে পারিনি।”