আইপিএল
IPL 2022: বড় ধাক্কা রাজস্থান রয়্যালসে, চোট পেয়ে ছিটকে গেলেন দলের তারকা পেসার…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে প্রথম হারের পরেই আরেকটি বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। চোট পেয়ে গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন তাদের তারকা ফাস্ট বোলার ন্যাথান কুল্টার নাইল। এই মরশুমে রাজস্থানের হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ম্যাচে খেলেছিলেন ন্যাথান। সেই ম্যাচেই বল করতে করতে পেশিতে টান লাগে এই অস্ট্রেলীয় পেসারের। সূত্র মারফত জানা যাচ্ছে তার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে।
সেই চোট পাওয়ার পরে আর পরের দুটি ম্যাচে অংশ নিতে পারেননি ন্যাথান। যদিও প্রথম ম্যাচে বল হাতে তেমন ভাল পারফর্ম তাকে করতে দেখা যায়নি। আর এবারে তিনি লম্বা চোটের কারণে ছিটকে যাওয়ায় তাকে ছেড়ে দিল রাজস্থান। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ন্যাথানের দ্রুত আরোগ্য কামনা করেছে রাজস্থান কতৃপক্ষ।
প্রসঙ্গত এবারের নিলামে ২ কোটি টাকায় এই অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এবারে ন্যাথান অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন এবং সেখানেই তার বাকি চিকিৎসা হবে। এ ব্যাপারে রাজস্থানের ফিজিও জন গ্লস্টার জানিয়েছেন,”দল থেকে কেউ যদি চলে যায় তবে তা অবশ্যই খুব খারাপ। বিশেষ করে চোটের জন্য ছিটকে গেলে বেশি খারাপ লাগে।’’ ন্যাথানকে বিদায় বার্তায় গ্লস্টার বলেছেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক। তুমি আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। তোমার যদি আমাদের প্রয়োজন হয়, তা হলে সব সময় তোমার সঙ্গে থাকব আমরা। তোমার ফিরে আসার দিকে তাকিয়ে থাকব। সেটা যখনই হোক।’’