আইপিএল
IPL 2022: আইপিএল প্লে-অফের আগে ইডেন পরিদর্শনে সৌরভ, জানানো হল টিকিটের দাম…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আবার আইপিএলের ক্রিকেট জ্বরে কাবু হতে চলেছে কলকাতা। আসন্ন ২৪ এবং ২৫ মে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে চলতি আইপিএলের প্লে অফ ম্যাচ। যা নিয়ে ইডেনে শুরু হয়েছে সাজো সাজো রব। বৃহস্পতিবার দুপুরে সেই কারণে ইডেনে সমস্ত ব্যবস্থাপনা দেখতে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
ম্যাচের আগে প্লে-অফে যেই দলগুলি খেলবে তারা ইডেনে ২০ তারিখ থেকে প্রবেশিল শুরু করবে। এর পাশাপাশি সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেখানেও হবে অনুশীলন। খেলোয়াড়রা তাদের অনুশীলন সারবেন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। এর পাশাপাশি সিএবি এর তরফ থেকে জানানো হয়েছে যে ক্রিকেটারদের পরিবার এবং অফিসিয়ালরা যে জায়গায় বসবেন তা প্লে অফের ম্যাচের আগেই প্রস্তুত হয়ে যাবে।
অন্যদিকে ইতিমধ্যেই অনলাইনে প্লে অফের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। টিকিটের এবারে দাম রাখা হয়েছে ৮০০,১০০০ ও ১৫০০। এছাড়া হসপিটালিটি বক্সের টিকিটের দাম করা হয়েছে ৩০০০ টাকা।
এবারের আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২৭ মে এবং ২৯ মে হবে ফাইনাল। প্লে-অফ এবং ফাইনালের ম্যাচগুলিতে ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়ার ফলে ইডেন যে প্লে-অফের ম্যাচগুলিতে কানায় কানায় পূর্ণ থাকবে তা এখনই বলে দেওয়া যায়।