আইপিএল

IPL 2022: দেশে বাড়ছে করোনার প্রকোপ; আসন্ন আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতবর্ষে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। আর এর মাঝেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে বড় সিদ্ধান্তের কথা শীঘ্রই জানাতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দেশের বিভিন্ন শহরে যেমন আইপিএলের ম্যাচ আয়োজিত হয় সেটা এই বছর না করে শুধুমাত্র মহারাষ্ট্রে সমস্ত ম্যাচ আয়োজন করার কথা ভাবনা চিন্তা করছে বিসিসিআই। সূত্র মারফত জানা যাচ্ছে বিসিসিআইয়ের কর্তারা ইতিমধ্যেই মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

একটি ইংরেজি দৈনিক দাবি করেছে যে মহারাষ্ট্রের ওয়াংখেড়ে, ব্রাবোর্ন, ডিওয়াই পাটিল এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে আইপিএলের দশটি টিমের সব ম্যাচ আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইপিএলের এক শীর্ষকর্তা ইতিমধ্যেই এমসিএ সভাপতি বিজয় পাটিল এবং প্রাক্তন বোর্ড সভাপতি শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে যে দক্ষ ক্রিকেট প্রশাসক এবং হেভিওয়েট রাজনৈতিক নেতা শরদ পাওয়ারের অভিজ্ঞতা এ ব্যাপারে কাজে লাগাতে চায় বলে তার সঙ্গে আলোচনা করেছে বিসিসিআই।

সেই দৈনিকে একথাও লেখা হয়েছে যে, আগামী কয়েকদিনের মধ্যেই বিসিসিআইয়ের কর্তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ও রাজ্যের মুখ্য সচিব দেবাশীষ চক্রবর্তীর সঙ্গে দেখা করবেন। মহারাষ্ট্রের যদি খেলা হয় তবে রাজ্য সরকারের থেকে কী কী অনুমতি নিতে হবে এবং কিভাবে টুর্নামেন্ট আয়োজন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version