আইপিএল
IPL 2022: আইপিএলে এবারে লজ্জার রেকর্ড রোহিত শর্মার…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পরে শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্স নয়, দলের অধিনায়ক রোহিত শর্মাও আইপিএলের ইতিহাসে এক লজ্জার রেকর্ড গড়েছেন। চেন্নাই এর বিরুদ্ধে ওপেন করতে নেমে শূন্য রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান রোহিত। আর তার সাথে সাথেই আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন তিনি।
আইপিএলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে রোহিত সবথেকে বেশি ১৪বার সুন্দর আরে আউট হয়েছেন। এর আগে এই নজির ছিল চারজন ভারতীয় ক্রিকেটারের। এরা হলেন পার্থিব প্যাটেল, হরভজন সিং, পীযূষ চাওলা এবং মনদীপ সিংয়ের। চার জনেই আইপিএলে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন।
প্রসঙ্গত চলতি আইপিএলে একেবারেই নিজের ফরমেট ধারে কাছে নেই রোহিত। প্রথম সাতটি ম্যাচে সাতটিতেই হেরেছে তার দল এবং তিনি যথাক্রমে করেছেন ৪১, ১০, ৩, ৩৬, ২৮, ৬ ও ০ রান করেছেন। মোট রান মাত্র ১১৪। ১৬.২৮ গড়ে এই রান করেছেন মুম্বইয়ের অধিনায়ক।
তিনি যে বাঁহাতি বোলারদের বিরুদ্ধে একেবারেই স্বচ্ছন্দ নন তা ফের একবার বোঝা গেছে চেন্নাই ম্যাচে। চেন্নাইয়ের বাঁহাতি পেসার মুকেশ চৌধুরীর ভিতরে ঢুকে আসা বলে ব্যাট লাগান রোহিত। আর সেই কাজ খুব সহজেই মিড অনে দাঁড়িয়ে থাকা মিচেল স্যান্টনার ধরে ফেলেন।