আইপিএল

IPL 2022: চলতি আইপিএলে এই দুটি ব্যপারে চমকে গিয়েছেন রবি শাস্ত্রী!

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত মোট ১৬টি ম্যাচ খেলা হয়েছে এবং ১০ টি দলের প্রত্যেকটিই কয়েকটি করে ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে। এদের মধ্যে কোন দল কোনও দল এখনও একটিও ম্যাচ হারেনি আবার কোনও দল এখনও নিজেদের পয়েন্টের খাতায় নাম তুলতে পারেনি। এখনও পর্যন্ত দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স চার ম্যাচ খেলে তিনটি জয়ের সৌজন্যে ৬ পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে রয়েছে। অন্যদিকে আইপিএলের ইতিহাসের সবথেকে যে দুটি দল সফলতা পেয়েছে সেই মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত একটিও জয়ের মুখ দেখেনি।

আর এমন অবস্থায় এই টুর্নামেন্টের সবথেকে বড় দুটি চমকের কথা জনসমক্ষে আনলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। এই মরশুমে দুটি সবথেকে বড় চমক বাছতে বলা হলে শাস্ত্রী নির্দ্বিধায় নাম নেন মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকের। এই দুই দলের প্রসঙ্গে বলতে গিয়ে শাস্ত্রী বলেন,”মুম্বই এবং চেন্নাই যেভাবে শুরু করেছিল তার জন্য আমি অবাক হয়েছি। তারা আইপিএলের হেভিওয়েট – তারা দু’জনে মিলে মোট নয়টি শিরোপা জিতেছে কিন্তু তারা এখনও তাদের পয়েন্টের খাতাই খুলতে পারেনি।”

তিনি আরও যোগ করেন,”দুটি দল যাদের বোলিং ডিপার্টমেন্ট খুবই দুর্বল তারা হল মুম্বই ও দিল্লি। আমি বলব না গুজরাট শক্তিশালী দল নয়। সেখানে তাদের যথেষ্ট ভালো খেলোয়াড় রয়েছে। কিন্তু আপনি যদি মুম্বই বা দিল্লিকে কথা বলেন তাহলে সেখানে তুলনা চলে আসবে। দিল্লিতে ছিলেন রাবাদা ও নরখিয়া। মুম্বইয়ের ক্রুণাল এবং হার্দিক। সেখানে বোল্ট যোগ দিয়েছেন সঙ্গে বুমরাহ রয়েছেন। এটি এখন একটি দ্বি-ধারী তলোয়ার। সেই পক্ষটি এখন উত্তাপ অনুভব করছে কারণ এটিতে ধাক্কা দেওয়ার মতো অগ্নিশক্তির অভাব রয়েছে এবং দিল্লি এখন এটা কিছুটা অনুভব করছে।” এছাড়া সিএসকে দল নিয়ে বলতে গিয়ে শাস্ত্রী এই ব্যর্থতার জন্য শাস্ত্রী তাদের অভিজ্ঞ ক্রিকেটারদেরই দায়ী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version