আইপিএল

IPL 2022: হাজার ভারতীয়ের প্রাণ বাঁচানোয় অবদান রাখতে পেরে খুশি কেকেআরের কামিন্স…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: খুব বেশিদিন নয় মাত্র এক বছর পিছিয়ে যান। সে সময় ভারতে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনা এতটাই বৃদ্ধি পেয়েছিল সে সময় ভারতে যে অক্সিজেন এবং প্রয়োজনীয় চিকিৎসার যন্ত্রপাতির অভাবের কারণে প্রতিদিন মারা যাচ্ছিলেন হাজার হাজার মানুষ। সে সময়ই এগিয়ে এসেছিলেন অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক তথা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য প্যাট কামিন্স। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে দান করেছিলেন বিশাল পরিমাণ অর্থ যা দিয়ে ভারতীয় জনগণের চিকিৎসা হয়। আর সেই অর্থ যে মানুষের চিকিৎসার কাজে লেগেছে তা দেখে খুবই খুশি হয়েছেন কামিন্স।

বর্তমানে ইউনিসেফ অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত হলেন কামিন্স। গত বছর যখন করোনার বাড়বাড়ন্তে আইপিএল বন্ধ হয়ে যায় সেসময় দেশে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন কামিন্স। তবে তিনি দেশে ফিরে গেলেও ভারতীয় মানুষরা যে দুর্দশায় রয়েছেন তা তার নজরে পড়ে। তিনি নিজের থেকে উদ্যোগী হয়ে ‘পিএম কেয়ার্স’ তহবিলে ৫০০০০ অস্ট্রেলিয়া ডলার (ভারতীয় মূল্য ২৭ লক্ষের বেশি টাকা) দান করেন। সেই টাকায় দেশের বিভিন্ন অংশে অক্সিজেন সিলিন্ডার, পিসিআর মেশিন এবং আপৎকালীন চিকিৎসার সব যন্ত্রপাতি কিনে পৌঁছে দেওয়া হয় আর তাতে উপকৃত হন বহু ভারতীয়।

এবারে সেই প্রসঙ্গই উল্লেখ করে কামিন্স জানিয়েছেন,”করোনার বাড়বাড়ন্তের কারণ ১ বছর আগে আমার দ্বিতীয় ঘর ভারতের অবস্থা খুব খারাপ হয়েছিল। আমি দেখেছিলাম কিভাবে এখানে অক্সিজেনের অভাবে মানুষ প্রাণ হারাচ্ছেন। তবে বর্তমানে ইউনিসেফ ভারতের সঙ্গে বৈঠক করে আমি খুবই খুশি। জানতে পেরেছি কী ভাবে সেই অর্থের সাহায্যে মানুষের জীবন বাঁচানো গিয়েছে। অক্সিজেন তৈরির প্ল্যান্ট, পোর্টেবল অক্সিজেন জেনারেটর, পিসিআর মেশিন এবং টন টন নিরাপত্তার যন্ত্রপাতি কেনা হয়েছে এবং হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে সেগুলি বিতরণ করা হয়েছে।”

এর পাশাপাশি ভারতে যারা সামনের সারিতে থেকে করোনার সাথে যুদ্ধ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন কামিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version