আইপিএল
IPL 2022: অস্ট্রেলিয়ার হয়ে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দলে নিল কেকেআর…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দলে নিল দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইংরেজ ক্রিকেটার অ্যালেক্স হেলসের পরিবর্তে দলে এলেন তিনি। গত বছর এই ফিঞ্চের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সূত্র মারফত জানা যাচ্ছে যে সম্প্রতি আইপিএল থেকে নাম তুলে নেন অ্যালেক্স হেলস। বায়ো বাবলে থাকার ক্লান্তির কারণেই তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন হেলস।
প্রসঙ্গত দুদিনের মেগা নিলামে এর আগে ফিঞ্চকে কোনও দল নেয়নি। তবে হেলস নিজের নাম তুলে নেওয়ার পরে তার পরিবর্তে খুঁজছিলেন কেকেআর কর্তারা। আর তারপরেই তাদের অ্যারন ফিঞ্চকে পছন্দ হয়। দেড় কোটি টাকায় কেকেআর তাকে দলে নিয়েছে।
ফিঞ্চ এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুটি শতরান এবং ১৫টি অর্ধশতরানের সাহায্যে মোট ২৬৮৬ রান করেন তিনি। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি মোট ৮৭ ম্যাচ খেলে ২০০৫ রান করেছেন। তিনি খেলেছেন বেশ কয়েকটি আইপিএলের দলে। সেগুলি হল গুজরাট লায়ন্স, কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন ফিঞ্চ। দু’টি শতরান এবং ১৫টি অর্ধশতরানের সাহায্যে মোট ২৬৮৬ রান করেছেন। আইপিএলে ৮৭টি ম্যাচ খেলেছেন। ২০০৫ রান করেছেন। গুজরাত লায়ন্স, কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছেন তিনি। তাঁকে দেড় কোটি টাকা মূল্যে কিনল কেকেআর।