আইপিএল

IPL 2022: মুম্বইয়ের বিরুদ্ধে দলকে শতরান করে জিতিয়েও নির্বাসনের চিন্তা রাহুলের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রবিবার আইপিএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেললেও তারপর বড়োসড়ো জরিমানা দিতে হল লখনৌ সুপার জায়েন্টস অধিনায়ক কেএল রাহুলকে। যদিও এদিন শুধু রাহুল নয় তার দলের প্রথম একাদশে থাকা বাকি সমস্ত ক্রিকেটারদেরও জরিমানা হয়।

মুম্বইয়ের বিরুদ্ধে লখনৌয়ের দলটি জয় পেলেও ম্যাচে মন্থর বোলিং করার জন্য দলের অধিনায়ক কেএল রাহুলের ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে। এই নিয়ে তিনি চলতি আইপিএলে দ্বিতীয়বার একই অপরাধ করলেন আর সেই কারণেই এবারে জরিমানাও বেশি করা হয়েছে। আবার যদি রাহুল একই অপরাধ করেন তবে তাকে এক ম্যাচ নির্বাসিত করা হবে। রাহুল ছাড়া প্রথম একাদশের বাকি সমস্ত ক্রিকেটারের প্রত্যেককে ৬ লক্ষ টাকা জরিমানা দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে।

যদিও এই ম্যাচে জরিমানা দিতে হলেও মুম্বইকে হারিয়ে আইপিএলের লিগ টেবিলে প্রথম চারে পৌঁছে গেছে লখনৌ সুপার জায়েন্টস। এই ম্যাচে ১০৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন রাহুল। চলতি আইপিএলে এটি তার দ্বিতীয় শতরান। তার দুটি শতরানই এসেছে মুম্বইয়ের বিরুদ্ধে। রাহুলের শতরানের সৌজন্যে প্রথমে ব্যাট করে ১৬৮ রান করে লখনৌ। জবাবে ব্যাট করতে নেমে ১৩২ রানেই শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version