আইপিএল
IPL 2022: আসন্ন আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে পারে সিএসকে এবং কেকেআর…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শেষবারের আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এবং ইয়ন মরগ্যানের কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে জিতে চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। এবারে আর কলকাতা নাইট রাইডার্স এর দায়িত্বে মর্গ্যান নেই, তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন নবনিযুক্ত অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে কেকেআরের অধিনায়ক বদলালেও সবকিছু ঠিকঠাক চললে এ বছরের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট সিএসকে এবং কেকেআর।
সংবাদ সংস্থা এএনআই মারফত জানা যাচ্ছে যে, ২৬ মার্চ প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সিএসকে এবং কেকেআর। প্রসঙ্গত এবারের আইপিএলের লিক পর্যায়ের নিয়ম যদিও বেশ খানিকটা পাল্টানো হয়েছে। অন্যবারের মত সব দল একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে না। আর সেই নিয়ম অনুযায়ী এবারে কলকাতা এবং চেন্নাই একে অপরের বিরুদ্ধে গ্রুপ লিগে একটিমাত্র ম্যাচ খেলবে। আর সেই ম্যাচ একেবারে টুর্নামেন্টের শুরুতেই হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।
আসন্ন আইপিএলে দুটি করে গ্রুপ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়েন্টস। আর অন্য আরেকটি গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাত টাইটান্স, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের আইপিএলে প্রতিটি দল নিজের গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপে একটি দলের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে। আর পড়ে থাকা বাকি চার দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ লিগে প্রতিটি দলের ম্যাচ সংখ্যা ১৪ই থাকছে। সেই মতই অন্য গ্রুপের দল হায়দ্রাবাদের বিরুদ্ধেই কলকাতা দুটি ম্যাচ খেলবে এবং বাকি চারটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে।