আইপিএল
IPL 2022: তবে কি এবার নিজেদের সবথেকে দামি ক্রিকেটার ঈশান কিষানকে বসিয়ে দেবে মুম্বই?
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি আইপিএলে পাঁচবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আটটি ম্যাচ খেলেছে এবং আটটিতেই হেরেছে। এই ধারাবাহিক ব্যর্থতার পরে দলের কোচ মাহেলা জয়বর্ধনে এবারে দলের ব্যাটিং লাইন আপে বেশ কিছু পরিবর্তন করে আবার নতুন করে দলকে সাজানোর ইঙ্গিত দিয়েছেন। এর পাশাপাশি দলের অন্যতম দামি ক্রিকেটার ঈশান কিশানের খারাপ ফর্মও যে তাকে যথেষ্ট চিন্তায় রেখেছে তা পরিষ্কার করে দিয়েছেন জয়বর্ধনে। প্রসঙ্গত রবিবার রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়েন্টসের কাছে হারার সাথে সাথে টানা অষ্টম ম্যাচে হারের মুখ দেখেছে।
ম্যাচের পরে দলের ব্যাটিং অর্ডারে সম্ভাব্য পরিবর্তন হওয়া প্রয়োজন কিনা এই প্রশ্ন করা হলে জয়বর্ধনে বলেন,”এটা খুবই ভালো প্রশ্ন। তবে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমায় দলের অন্যান্য কোচেদের সঙ্গে কথা বলতে হবে। ব্যাটিং আমাদের জন্য চিন্তার বিষয়,বিশেষ করে ভাল উইকেটে আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। দলে অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে যারা কন্ডিশন সম্পর্কে সচেতন এবং অতীতে ভাল পারফর্ম করে আসছে। আমাদের এটি থেকে এগিয়ে যেতে হবে এবং যদি আমাদের পরিবর্তনের প্রয়োজন হয় তবে আমরা তা করব।”
তিনি আরও যোগ করেন,”আমরা এখন পর্যন্ত কিছু পরিবর্তন করেছি তবে খুব বেশি নয়। আমরা ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম। অবশ্যই কিছু উদ্বেগ রয়েছে কারণ আমরা প্রথমে ব্যাট করছি বা তাড়া করছি,আমাদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব রয়েছে।” জয়বর্ধনে প্রথম দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর রান সংগ্রহের জন্য লড়াই করা ইশান কিষাণের সাথে কথা বলার পরিকল্পনাও জানিয়েছেন।
তিনি যে দলের অন্যতম দামি ক্রিকেটার ঈশান কিষানের সঙ্গেও দ্রুত কথা বলবেন সে কথা জানিয়েছেন।”আমি আজও তার সাথে কথা বলিনি তবে আমি শীঘ্রই তার সাথে আলোচনা করব।” প্রসঙ্গত চলতি মরসুমের আইপিএল নিলামে ঈশানকে মুম্বই ১৫.২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। তবে প্রায় গোটা আইপিএলেই এখনও পর্যন্ত তিনি ব্যর্থ।